মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

দুজনকে উদ্ধারের পর নিজেই লাশ পিকআপ চালক

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর বাড্ডায় ধামাইখালের পানিতে পড়ে যাওয়া বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রকে উদ্ধার করেন সারোয়ার (২৯) নামে এক পিকআপ চালক। এরপর তিনি নিজেই পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ হন। গতকাল বিকাল ৫টায় নিখোঁজের প্রায় সাড়ে চার ঘণ্টা পর তার লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস কর্মীরা।

এর আগে বেলা সাড়ে ১২টার দিকে ধামাইখালের তিন নম্বর বেরাইদ ব্রিজের কাছে ডুবে নিখোঁজ হয়েছিলেন ওই পিকআপ চালক। পুলিশ জানায়, বেরাইদের ধামাইখালের পাশে ফুটবল খেলছিল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৯ ছাত্র। একপর্যায়ে বল খালে পড়ে গেলে তাদের মধ্যে দুজন ছাত্র তা তুলতে গিয়ে পানিতে হাবুডুবু খেতে থাকেন। পাশ থেকে এ দৃশ্য দেখে পিকআপ চালক সারোয়ার খালে নেমে তাদের উদ্ধার করেন। পরে তিনি পুনরায় খালে বল আনতে গিয়ে ডুবে নিখোঁজ হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা সাড়ে চার ঘণ্টার প্রচেষ্টায় তার লাশ উদ্ধার করেন। বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল জানান, বিকাল ৫টায় ফায়ার সার্ভিস নিখোঁজ পিকআপ চালকের লাশ উদ্ধার করেছে। খালের ঘূর্ণায়মান পাকে পড়ায় তিনি ডুবে যেতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

সর্বশেষ খবর