বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

ধামরাইয়ে জিম্মিদশা থেকে ৩৫ জনকে উদ্ধার, আটক ১০

ধামরাই প্রতিনিধি

ঢাকার ধামরাই পৌর এলাকার মোল্লা মার্কেটে জিম্মিদশা থেকে গতকাল পুলিশ ৩৫ জনকে উদ্ধার করেছে। এ সময় দ্বিতীয় তলার বিভিন্ন কক্ষে তল্লাশি চালিয়ে ১০ জনকে আটক করা হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

জানা গেছে, ধামরাইয়ের ছোট চন্দ্রাইলের সাধু মুন্সীর ছেলে আবদুল মালেক ২০১৫ সালে ধামরাই ঢুলিভিটার মোল্লা মার্কেটের দ্বিতীয় তলা ভাড়া নিয়ে ‘আওয়ার ড্রিম’ নামে একটি অফিস খোলেন এবং চাকরি দেওয়ার নামে কয়েকজন দালাল নিয়োগ করেন। দালালরা ভালো বেতনে মার্কেটিং অফিসারসহ বিভিন্ন পদে অফিসার নিয়োগ দেওয়া হবে মর্মে পত্রিকায় বিজ্ঞাপন দেন। তা দেখে বিভিন্ন জেলার দরিদ্র, শিক্ষিত যুবকরা চাকরির আশায় অফিসে যোগাযোগ করেন। কয়েকজন যুবক-যুবতী অফিসে এলে তাদের ইন্টারভিউ নিয়ে বলেন আপনার চাকরি হয়ে গেছে। তবে জামানত বাবদ ৩০ থেকে ৪০ হাজার টাকা দিতে হবে। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাদের আটকে রেখে মোবাইল ফোনে বাড়িতে বলে হাতিয়ে নেন মোটা অঙ্কের টাকা। এভাবেই ৩৫ যুবক-মহিলার কাছ থেকে প্রায় ১২ লাখ টাকা হাতিয়ে নিয়ে তাদের জিম্মি করে রাখেন অফিসে। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল দুপুরে ধামরাই থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের উদ্ধার এবং আবদুল মালেকসহ ১০ জনকে আটক করে। ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রেজাউল হক জানান, আটকদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। আর উদ্ধারকারীদের নিজ নিজ বাড়িতে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।

সর্বশেষ খবর