বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

ফেড-সুইফটের বিরুদ্ধে মামলা করবে না বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় ফেডারেল রিজার্ভ ব্যাংক ও সুইফটের বিরুদ্ধে বাংলাদেশ ব্যাংক কোনো মামলা করবে না। ১৬ আগস্ট নিউইয়র্কে বাংলাদেশ ব্যাংক প্রতিনিধিদের সঙ্গে দুই প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সিদ্ধান্ত অনুযায়ী, চুরির অর্থ উদ্ধারে ফেড ও সুইফট একযোগে কাজ করবে। রিজার্ভ চুরির সঙ্গে জড়িতদের ধরতে ও বিচারের আওতায় নিয়ে আসতে তারা বাংলাদেশকে সহযোগিতা করবে। বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, নিউইয়র্ক সফরে থাকা বাংলাদেশ ব্যাংকের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে ফেড ও সুইফট কর্তৃপক্ষ বৈঠক করেছে। ত্রিপক্ষীয় বৈঠকে রিজার্ভ হ্যাকিংয়ে প্রযুক্তি ও ভবিষ্যতে এ ধরনের প্রতারণা ঠেকাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করার বিষয়ে আলোচনা হয়েছে। বৈঠকের বিষয়ে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বলা হয়েছে, ফিলিপাইন থেকে অর্থ উদ্ধার ও ফেরতসহ এরই মধ্যে গৃহীত পদক্ষেপ ও ভবিষ্যতের কর্মপন্থা নিয়ে আলোচনা হয়েছে। সব পক্ষ দ্রুত অর্থ উদ্ধার ও প্রতারক চক্রকে আইনের আওতায় আনতে সম্মিলিতভাবে কাজ করবে। ভবিষ্যতে এমন ঘটনা যাতে আর না ঘটে সে জন্য একসঙ্গে কাজ করার সিদ্ধান্ত হয়েছে। বাংলাদেশের পক্ষ থেকে এ ঘটনায় সুইফট বা ফেডের বিরুদ্ধে কোনো মামলা না করার আশ্বাস প্রদান করা হয়েছে।

সর্বশেষ খবর