শুক্রবার, ১৯ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

সঠিকভাবে আইন করার আহ্বান

নিজস্ব প্রতিবেদক

সঠিকভাবে আইন করার আহ্বান

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, সংসদ সদস্যরা যখন আইন করবেন তখন আইনগুলো যেন সঠিকভাবে হয়। বিচার বিভাগের ওপর যেন চাপ না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে। গতকাল প্রথিতযশা আইনজীবী মাহমুদুল ইসলামের স্মরণসভায় প্রধান বিচারপতি সংসদ সদস্যদের প্রতি এ আহ্বান জানান। সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে মাহমুদুল ইসলাম  স্মরণসভা কমিটি এ অনুষ্ঠানের আয়োজন করে। প্রধান বিচারপতি বলেন, ‘আপনারা (সংসদ সদস্যরা) যখন ত্রুটিপূর্ণ কিছু আইন করেন তখন আমাদের ওপর প্রেসার পড়ে যায়। প্রশাসনে যারা আছেন তারা যেন তাদের যে পরিধি তার বাইরে হস্তক্ষেপ না করেন। এতে বিচার বিভাগের ওপর চাপ পড়ে যাবে।’

সর্বশেষ খবর