রবিবার, ২১ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

বাড্ডায় গ্রেফতার জামায়াত নেতা কর্মীরা রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর বাড্ডা থানার মামলায় জামায়াত-শিবিরের গ্রেফতারকৃত ১৮ জন নেতা-কর্মীকে রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছে আদালত। গতকাল ঢাকা মহানগর হাকিম সাজেদুর রহমান এ আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ১৮ আসামিকে আদালতে হাজির করে ১০ দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করেন। এ সময় আসামিদের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে ১৮ আসামির মধ্যে দুজনকে তিনদিন এবং অন্য ১৬ জনকে দুদিন করে রিমান্ডে নেওয়ার অনুমতি দেন বিচারক। বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল বলেন, গত শুক্রবার সকালে ডিআইটি প্রজেক্টের ৮ নম্বর সড়কের ২৫ নম্বর বাড়িতে ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়। স্কুলটির অধ্যক্ষ মানবতাবিরোধী অপরাধে ফাঁসি হওয়া মতিউর রহমান নিজামীর স্ত্রী শামসুন্নাহার নিজামী। তিনি জামায়াতে ইসলামীর মহিলা শাখার সাধারণ সম্পাদক। ওসি আরও বলেন, ওই প্রতিষ্ঠানের গুলশান, খিলক্ষেত ও মেরুল বাড্ডায় শাখা আছে। তিনটি শাখারই অধ্যক্ষ শামসুন্নাহার নিজামী। স্কুলটিতে অভিযান চালানোর সময় তিনি সেখানে ছিলেন না। বাড্ডা থানা শাখা জামায়াতের আমির ফখরুদ্দিন মো. কেফায়েত উল্লাহ স্কুলটির ভাইস প্রিন্সিপাল। তিনিই এ শাখা চালাতেন।

সর্বশেষ খবর