রবিবার, ২১ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

সুবিদ আলী বিশ্বাস করেন জিয়াই প্রথম রাষ্ট্রপতি : মোশাররফ

নিজস্ব প্রতিবেদক

সুবিদ আলী বিশ্বাস করেন জিয়াই প্রথম রাষ্ট্রপতি : মোশাররফ

জিয়াউর রহমানকে দেশের প্রথম রাষ্ট্রপতি হিসেবে বিশ্বাস করেন আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য সুবিদ আলী ভুঁইয়া। এ কারণে তিনি সংসদীয় কমিটির বৈঠকে জিয়াউর রহমানকে দেশের প্রথম রাষ্ট্রপতি বলেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ। তবে তিনি সুবিদ আলী ভুঁইয়ার নাম উল্লেখ করেননি। গতকাল দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে এক সভায় ড. মোশাররফ এমন মন্তব্য করেন। মেয়র অধ্যাপক এম এ মান্নান মুক্তি পরিষদ ওই সভার আয়োজন করে। ড. মোশাররফ বলেন, আওয়ামী লীগের একজন নেতা সংসদীয় কমিটির আনুষ্ঠানিক সভায় বলতে বাধ্য হয়েছেন জিয়াউর রহমান প্রথম রাষ্ট্রপতি। নিশ্চয় তিনি মনে-প্রাণে তা বিশ্বাস করেন। এ কারণেই তার মুখ ফসকে এ কথা বেরিয়েছে। এ ধরনের ঘটনা আরও ঘটবে। এভাবেই এই সরকার নিজেরাই নিজেদের পতন ঘটাবে। গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী সাইয়েদুল আলমের সভাপতিত্বে সভায় বিএনপির শ্রমবিষয়ক সহসম্পাদক হুমায়ুন কবির খান, সহ স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম বাচ্চু, নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের মহাসচিব এম আবদুল্লাহ বক্তব্য রাখেন। ড. মোশাররফ বলেন, আন্দোলনে সফলতা না আসায় দলের নেতা-কর্মীদের অনেকে হতাশ হয়ে পড়েছেন। ফ্যাসিবাদী সরকার ক্ষমতায় থাকলে অন্য দলের নেতা-কর্মীদের নানা নির্যাতনের মুখে পড়তে হয়। কিন্তু ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, এরূপ সরকার এভাবে বেশি দিন টিকে থাকতে পারে না। তাই তিনি নেতা-কর্মীদের হতাশ না হওয়ার আহ্বান জানান। বিএনপির এই নেতা এও বলেন, শুধু সভা করে দাবি আদায় করা সম্ভব না। এই সরকারের কাছে আইনের কথা বলে, ন্যায়ের কথা বলে লাভ হবে না। এটাই প্রত্যাশিত যে ‘ফ্যাসিবাদী’ সরকার তাদের বিরুদ্ধে কোনো কথা উচ্চারিত হতে দেবে না। গাজীপুরের বরখাস্ত হওয়া মেয়র এম এ মান্নানকে মুক্ত করতে ইউনিয়ন পর্যায় থেকে আন্দোলন শুরু করার পরামর্শ দিয়ে বিএনপির অন্যতম এই নীতি-নির্ধারক বলেন, মান্নানের বিরুদ্ধে একের পর এক মামলা দেওয়া হচ্ছে। একটি মামলায় জামিন পেলে আবার নতুন মামলা দেওয়া হচ্ছে। কারণ, মান্নান জনপ্রিয় নেতা। বিপুল  ভোটে তিনি মেয়র নির্বাচিত হয়েছেন।

গ্যাসের দাম বাড়ালে জনগণ মানবে না : নতুন করে গ্যাসের দাম বাড়ানোর উদ্যোগের সমালোচনা করে বিএনপির যুগ্মমহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন বলেন, আবারও গ্যাসের দাম বাড়ানো হলে জনগণ তা মানবে না। জনগণের দল হিসেবে বিএনপিও তা মানবে না। সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সর্বশেষ খবর