সোমবার, ২২ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

ড. কামালের ঐক্যে যাবে না জাতীয় পার্টি : এরশাদ

শফিকুল ইসলাম সোহাগ

ড. কামালের ঐক্যে যাবে না জাতীয় পার্টি : এরশাদ

গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন জাতীয় ঐক্য প্রক্রিয়ার সঙ্গে  জাতীয় পার্টির কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। ড. কামালের সঙ্গে জাতীয় পার্টির কোনো ঐক্য হতে পারে না বলে তিনি সাফ জানিয়ে দিয়েছেন। গতকাল বনানীর জাপা চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত পার্টির প্রেসিডিয়াম সভায় তিনি এ কথা বলেন বলে একাধিক প্রেসিডিয়াম সদস্য বাংলাদেশ প্রতিদিনকে জানিয়েছেন। জাতীয় পার্টির অষ্টম জাতীয় সম্মেলনের পর নব গঠিত কমিটির প্রথম সভায় জাপার ৪০ জন প্রেসিডিয়াম সদস্যের মধ্যে ৩৫জন উপস্থিত ছিলেন। শনিবার জাতীয় প্রেসক্লাবে আনুষ্ঠানিকভাবে ড. কামাল হোসেন ‘জাতীয় ঐক্য প্রক্রিয়া’ নামে নতুন জোট গঠন করেন। ওই কমিটিতে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জিএম কাদেরকে সদস্য হিসেবে রাখা হয়েছে। জিএম কাদের নিজেও সভায় উপস্থিত ছিলেন। প্রেসিডিয়াম সভা শেষে সংবাদ সম্মেলনে জাপা মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার বলেন, আমরা আপাতত কোনো দল বা গোষ্ঠীর সঙ্গে রাজনৈতিক ঐক্যে যাচ্ছি না। ভবিষ্যতে ঐক্য হলে তা দলের সর্বস্তরের নেতা-কর্মীদের সঙ্গে আলোচনা করে পার্টির চেয়ারম্যান সিদ্ধান্ত নেবেন। তিনি জানান, সংগঠনকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী করে অসমাপ্ত জেলার সম্মেলন সমাপ্ত করা হবে। জেলা সম্মেলন ও বিভাগীয় সমাবেশ শেষে আগামী ডিসেম্বরে ঢাকায় জাতীয় মহাসমাবেশ করবে জাতীয় পার্টি। বৈঠক সূত্র জানায়, সভায় প্রেসিডিয়াম সদস্য মুজিবুল হক চুন্নু ও মশিউর রহমান রাঙ্গা এ বিষয়ে এরশাদের অবস্থান জানতে চান। তখন এরশাদ বলেন, ড. কামালের সঙ্গে জাতীয় পার্টির কোনো জোটে যাওয়ার সম্ভাবনা নেই। দলের কোনো নেতা যদি তার সঙ্গে (ড. কামাল) বৈঠক করেন তাহলে তা তার ব্যক্তিগত ব্যাপার। এই ব্যাপারে মহাসচিবকে জিএম কাদেরের সঙ্গে কথা বলার জন্য দায়িত্ব দেন এরশাদ। বিরোধীদলীয় নেতা ও জাপার সিনিয়র কো- চেয়ারম্যান বেগম রওশন এরশাদ জাপার কেন্দ্রীয় কমিটির পরিধি বাড়ানোর জন্য এরশাদের প্রতি আহ্বান জানান। প্রেসিডিয়াম সদস্যসহ যেসব কেন্দ্রীয় নেতা পার্টির মাসিক চাঁদা নিয়মিত পরিশোধ করেন না তাদের প্রতি ক্ষোভ প্রকাশ করেন এরশাদ। এ সময় জিয়াউদ্দিন আহমেদ বাবলু প্রেসিডিয়াম সদস্যদের মাসিক চাঁদা তিন হাজার টাকা থেকে বাড়িয়ে পাঁচ হাজার টাকা করার প্রস্তাব দেন। এরশাদ এই প্রস্তাব গ্রহণ করে আগামী মাস থেকে সব প্রেসিডিয়াম সদস্যকে নিয়মিত চাঁদা পরিশোধের নির্দেশ দেন। দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, সিনিয়র কো-চেয়ারম্যান বেগম রওশন এরশাদ, ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, এবিএম রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরোজ রশীদ, জিয়াউদ্দিন আহমেদ বাবলু, সৈয়দ আবু হোসেন বাবলা, অধ্যাপক দেলোয়ার হোসেন খান, হাফিজ উদ্দিন আহমেদ, গোলাম হাবিব দুলাল, গোলাম কিবরিয়া টিপু, অ্যাডভোকেট শেখ সিরাজুল ইসলাম, মাসুদা এমএ রশিদ চৌধুরী, ফখরুল ইমাম, মুজিবুল হক চুন্নু, নুর-ই-হাসনা লিলি, মশিউর রহমান রাঙ্গা, তাজুল ইসলাম চৌধুরী, মাসুদ পারভেজ সোহেল রানা, মাঈদুল ইসলাম প্রমুখ। বৈঠকে উপস্থিত সৈয়দ আবু হোসেন বাবলা বলেন, স্যার (এরশাদ) সব প্রেসিডিয়াম সদস্যকে নিজ নিজ এলাকায় গিয়ে সংগঠন শক্তিশালী করার নির্দেশ দিয়েছেন। বিশেষ করে আগামী নির্বাচনে এককভাবে অংশ নেওয়ার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেছেন, তোমরা এখন থেকে নির্বাচনের জন্য প্রস্তুতি শুরু কর। আগামীতে আমরা এককভাবে নির্বাচন করব। তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করে যে কোনো মূল্যে আগামীতে জাতীয় পার্টিকে এককভাবে ক্ষমতায় আনতে হবে। প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক দেলোয়ার হোসেন জানান, সভায় মেয়াদোত্তীর্ণ সব  জেলা কমিটির সম্মেলন আগামী তিন মাসের মধ্যে সম্পন্ন করার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সর্বশেষ খবর