সোমবার, ২২ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

ইতিহাসের কলঙ্কজনক ঘটনা ২১ আগস্ট

------------মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক

২১ আগস্টের গ্রেনেড হামলার ঘটনাকে বাংলাদেশের রাজনীতির ইতিহাসে একটি কলঙ্কজনক ঘটনা হিসেবে আখ্যা দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এটি একটি বর্বরতম হত্যাকাণ্ড। গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ ন্যাপের সাবেক চেয়ারম্যান শফিউল গানি তপন স্মরণসভায় মির্জা ফখরুল এই  মন্তব্য করেন। এ সময় তিনি সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী আইভী রহমানসহ ২১ আগস্টের গ্রেনেড হামলায় নিহত আওয়ামী লীগ নেতা-কর্মীদের প্রতি শোক ও শ্রদ্ধাজ্ঞাপন করেন। বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান গানির সভাপতিত্বে সভায় কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহীম, জাগপা সভাপতি শফিউল আলম প্রধান, জাতীয় পার্টির (জাফর) মহাসচিব মোস্তাফা জামাল হায়দার, এনডিপি চেয়ারম্যান খন্দকার গোলাম মর্তুজা, ন্যাপ মহাসচিব গোলাম মোস্তফা ভূঁইয়া প্রমুখ বক্তব্য রাখেন। বিএনপি মহাসচিব রামপাল বিদুেকন্দ্র নির্মাণের সমালোচনা করে বলেন, যদি বর্তমান সরকার নির্বাচিত সরকার হতো, রামপালে এ বিদ্যুেকন্দ্র নির্মাণ করা হতো না। কারণ, তাদের জবাবদিহি থাকত। তিনি প্রশ্ন রেখে বলেন, যদি সুন্দরবন, পরিবেশ ও ভবিষ্যৎ-ই ধ্বংস হয়ে যায়, তবে এ বিদ্যুেকন্দ্র কী কাজে আসবে? মির্জা ফখরুল বলেন, বর্তমানে সংকট হচ্ছে একটি দল, যারা একসময় গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছে, যুদ্ধ করেছে, সেই দল আজকে সবচেয়ে বড় স্বৈরাচারের ভূমিকা পালন করছে। বিএনপির এই মুখপাত্র বলেন, বর্তমানে দেশকে একটি অকার্যকর রাষ্ট্র বানানোর চেষ্টা চলছে। সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে খালেদা জিয়া জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন।

 এটা কোনো নির্বাচনী জোটের ঐক্য বা আন্দোলনের জন্য ঐক্যের ডাক নয়। খালেদা জিয়া জাতীয় নেতা হিসেবে এই আহ্বান জানিয়েছেন। এতে কারও দুঃখ পাওয়ারও কথা নয়। জাতীয় সংকট নিরসনে এই ঐক্য গঠনের প্রক্রিয়া অব্যাহত রয়েছে। মধ্যবর্তী নির্বাচনের আলোচনাকে ষড়যন্ত্রের অংশ উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, হঠাৎ করে মধ্যবর্তী নির্বাচনের কথা এসে যাচ্ছে। এগুলো সব ষড়যন্ত্রের অংশ। তিনি বলেন, ষড়যন্ত্রের মধ্য দিয়ে জাতীয়তাবাদী শক্তি, দেশপ্রেমিক শক্তি, গণতান্ত্রিক শক্তিকে পেছনে ঠেলে দেওয়ার প্রচেষ্টা চালানো হচ্ছে।

সর্বশেষ খবর