সোমবার, ২২ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

রিজার্ভ চুরির প্রতিবেদন ২৪ সেপ্টেম্বরের মধ্যে

নিজস্ব প্রতিবেদক

রিজার্ভ চুরির প্রতিবেদন ২৪ সেপ্টেম্বরের মধ্যে

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জানিয়েছেন, আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যেই রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদন জনসমক্ষে প্রকাশ করা হবে। গতকাল সচিবালয়ে জাপানের রাষ্ট্রদূত মাসাতো ওয়া তানাবে এবং বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ তথ্য জানান অর্থমন্ত্রী। তিনি বলেন, তদন্ত প্রতিবেদনে কী আছে, অবশ্যই সেটা  জানার অধিকার রয়েছে জনগণের। এ জন্য শিগগিরই তা প্রকাশ করা হবে। নিয়ম অনুযায়ী সেটা অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইটেও প্রকাশ করা হবে। অর্থমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে জাপানের রাষ্ট্রদূত মাসাতো ওয়া তানাবে বাংলাদেশে চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পে জাপানি নাগরিকদের নিরাপত্তার বিষয়ে অগ্রগতি জানতে চান। শুধু জাপান নয়, বাংলাদেশে অবস্থানরত সব বিদেশি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে বলে জাপানি রাষ্ট্রদূতকে জানান অর্থমন্ত্রী। এ ছাড়া এ বিষয়ে কয়েক দিনের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করে প্রয়োজনে আরও বিশেষ উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি জানান।

সর্বশেষ খবর