সোমবার, ২২ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

বলেছিলাম বিচার না হলে আবারও হামলা

নিজস্ব প্রতিবেদক

বলেছিলাম বিচার না হলে আবারও হামলা

সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন, ২০০১ সালে পল্টনে সিপিবির জনসভায় সন্ত্রাসী হামলার পর পরই শেখ হাসিনাকে বলেছিলাম এ হামলার বিচার না হলে আবারও হামলা হবে। এর মাত্র তিন বছরের মাথায় বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা হয়েছিল। সে হামলায় ২৪ জন নিহত হন। এরপর আরও জঙ্গি হামলার ধারাবাহিকতায় ১ জুলাই গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলা চালিয়ে ১৭ বিদেশিসহ ২২ জনকে হত্যা করা হয়। শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলার বর্ষপূর্তির দিন গতকাল ২১ আগস্ট আদালতে জবানবন্দি দেওয়ার সময় সিপিবি সভাপতি এসব কথা বলেন। তিনি বলেন, ঘটনার পরে আমি তৎকালীন বিরোধীদলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে কিছু ভিডিও ফুটেজ এবং কিছু স্থির চিত্র হস্তান্তর করি। তাকে আমরা সতর্ক করি এই হত্যাকাণ্ডের বিচার দ্রুত ও সুষ্ঠুভাবে সম্পন্ন না হলে এ ঘটনার পুনরাবৃত্তি ঘটতে পারে। আওয়ামী লীগের শাসনামলে তাদের এক সময়ের রাজনৈতিক মিত্র সিপিবির সমাবেশে বোমা হামলার ঘটনার তদন্তের শুরুতে জঙ্গি সম্পৃক্ততার বিষয়টি উঠে আসেনি। বিএনপি শাসনামলে ২০০৪ সালে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার ঘটনাটিও ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা হয়েছিল।

সর্বশেষ খবর