বুধবার, ২৪ আগস্ট, ২০১৬ ০০:০০ টা
‘আমাদের ছেলেরা রিকশা চালায়’

কান্নায় ভেঙে পড়লেন মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক

কান্নায় ভেঙে পড়লেন মির্জা ফখরুল

নেতা-কর্মীদের বর্তমান অবস্থার বর্ণনা দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে আবেগপ্রবণ হয়ে তিনি বলেন, ‘দেশ এক ভয়াবহ পরিস্থিতির মধ্যে আছে। এখন গুম করলে খুঁজে পাওয়া যায় না। এ জন্য কি আমরা একাত্তর সালে যুদ্ধ করেছিলাম? নতুন নতুন আইন হচ্ছে, এই আইনে এখন কথাও বলা যাবে না, আকারে-ইঙ্গিতে যে কোনো কথা বললে সাজা হবে।’ এ সময় তার চোখ বেয়ে পানি ঝরতে থাকে।

রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে আমার দেশ পরিবার-এর আয়োজনে পত্রিকার অনলাইন সংস্করণ বন্ধ করার প্রতিবাদে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এ সময় ফার্মগেটের কাছে একটি ঘটনা বর্ণনা করতে গিয়ে মির্জা ফখরুল আবেগে কান্নায় ভেঙে পড়েন। তিনি বলেন, ‘প্রতিদিন গাড়িতে আসি। যানজটে গাড়ি থামলে দেখি তরুণ ছেলেরা দেখেই ছুটে আসে। বলে, স্যার আমি তো বিএনপি করতাম লক্ষ্মীপুরে। মামলার ভারে পালিয়ে চলে এসেছি ঢাকায়। এখন এখানে হকারি করছি। রিকশা চালায় আমাদের ছেলেরা। (বক্তৃতা থেমে যায়, কাঁদতে থাকেন ফখরুল)। আমি দুঃখিত, আবেগ ধরে রাখতে পারছি না। আমাদের ছেলেদের এরকম করুণ দৃশ্য...।’ সম্মিলিত পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি রুহুল আমিন গাজীর সভাপতিত্বে আলোচনা সভায় কলামিস্ট ফরহাদ মজহার, আমার দেশ পত্রিকার নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমদ, নগর সম্পাদক এম আবদুল্লাহ, বার্তা সম্পাদক জাহেদ চৌধুরী, সিনিয়র প্রতিবেদক কাদের গনি চৌধুরী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, বিএনপির সহ-প্রকাশনা বিষয়ক সম্পাদক শাকিল ওয়াহেদ, সহ-সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বাবুল প্রমুখ বক্তব্য দেন। অনুষ্ঠান পরিচালনা করেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি আবদুল হাই শিকদার। প্রবীণ সাংবাদিক শফিক রেহমান, আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার মুক্তির দাবি জানান বিএনপি মহাসচিব। দেশে ‘ডেমোক্রেটিক স্পেস’ একেবারেই নেই বলে দাবি করেন মির্জা ফখরুল। তিনি বলেন, ‘রাজনৈতিক পরিসর আমরা সেটাকে রাজনৈতিক মাঠকর্মীরা বলি, ডেমোক্রেটিক স্পেস-এটা এখন একেবারেই অনুপস্থিত। একই কক্ষের বাইরে গিয়ে কথাও বলতে পারবেন না। কথা বললে হিসাব করে বলতে হবে বাইরে গিয়ে গ্রেফতার হবেন কিনা। সাধারণ মানুষগুলো আজ বড় কষ্টে আছে। তারা একটা দম বন্ধ করা পরিবেশের মধ্যে আছে। তারা স্বজন হারাচ্ছে, পুত্র হারাচ্ছে। তাদের জন্য আপনাদের সবাইকে ঘুরে দাঁড়াতে হবে। আপনি যদি চান একটা গণতান্ত্রিক ব্যবস্থায় বাস করবেন, আপনি যদি আপনার স্বকীয়তা ও নিজস্বতাকে রক্ষা করতে চান— তাহলে অবশ্যই আপনাকে রুখে দাঁড়াতে হবে, ঘুরে দাঁড়াতে হবে।’ জঙ্গিবাদ মোকাবিলায় খালেদা জিয়ার জাতীয় ঐক্যের আহ্বানের বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগের প্রতি ইঙ্গিত করে বিএনপি মহাসচিব বলেন, ‘আমি বিভিন্ন দলের নেতাদের সঙ্গে যখন যোগাযোগ করি, কথা বলি, তারা বিভিন্ন শর্ত জুড়ে  দেন। ঠিক আছে, শর্ত জুড়ে দিচ্ছেন। যখন আপনার ওপরে খড়গটা এসে পড়বে, তখন আপনি কাকে শর্ত জুড়ে দেবেন।’

সর্বশেষ খবর