বুধবার, ২৪ আগস্ট, ২০১৬ ০০:০০ টা
মৈত্রী রেডিও উদ্বোধনে প্রণব মুখার্জি

ভারতের অপরিহার্য বন্ধু বাংলাদেশ

কলকাতা প্রতিনিধি

ভারতের অপরিহার্য বন্ধু বাংলাদেশ

ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি বাংলাদেশকে অপরিহার্য বন্ধু উল্লেখ করে বলেছেন, ‘শুধু দুটি প্রতিবেশী রাষ্ট্র নয়, জনগোষ্ঠীগত দিক থেকেও এই দুটি দেশ একসূত্রে গঠিত। ভারত সবসময় বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ককে সর্বাধিক গুরুত্ব দিয়ে এসেছে, তার কারণ অভিন্ন ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, ভাষা, ভৌগোলিক নৈকট্য। নতুন রেডিও চ্যানেল ‘আকাশবাণী মৈত্রী’র যাত্রা শুরু অনুষ্ঠানে গতকাল এ কথা বলেন তিনি।    কলকাতার রাজভবনে বেলা ১১টায় রিমোট কন্ট্রোলের মাধ্যমে চ্যানেলটির সূচনা করেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল কেশরী নাথ ত্রিপাঠি, দেশটির রাষ্ট্রায়ত্ত সংস্থা প্রসার ভারতীর সিইও জহর সরকার, আকাশবাণীর মহানির্দেশক ফৈয়াজ শাহরীয়র প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে প্রণব মুখার্জি আশা প্রকাশ করেন, মৈত্রী রেডিও ভারত-বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে এক নতুন অধ্যায় সংযোজিত করবে। অল ইন্ডিয়া রেডিও’এর এই অভিনব প্রয়াস শুধু পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ কিংবা পার্শ্ববর্তী অঞ্চলগুলোতেই নয়, গোটা বিশ্বের বিভিন্ন দেশের বাঙালিদের কাছে পৌঁছবে। বাংলাদেশকে এক অপরিহার্য বন্ধু দেশ হিসেবে অভিহিত করে রাষ্ট্রপতি প্রণব বলেন, ‘আমি প্রায়ই বলে থাকি যে আমরা বন্ধু বেছে নিতে পারি, কিন্তু প্রতিবেশী বাছতে পারি না। প্রতিবেশী যেখানে থাকার, সেখানেই থাকবে। কাজেই আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে আমরা প্রতিবেশীর সঙ্গে কোন সম্পর্ক গড়ে তুলতে চাই। বন্ধু ও সম্প্রীতির সম্পর্ক না কি সবসময়ই এক উত্তেজনামূলক পরিবেশ? ভারত ও বাংলাদেশ সম্প্রতি জীবনের প্রতিটি ক্ষেত্রেই এগিয়ে যাচ্ছে। ভারত তার অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশকে তার অংশীদার করতে অঙ্গীকারবদ্ধ। পারস্পরিক বাণিজ্যও সম্প্রীতি বজায় রাখতে দুটি দেশের জনগণের নিয়মিত সংযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আমার আশা আমাদের সম্পর্কে একটা নতুন মাত্রা সংযোজনের ক্ষেত্রে এখন এই ‘আকাশবাণী মৈত্রী’ও একটি অগ্রণী ভূমিকা পালন করবে। আকাশবাণী মৈত্রীর সাফল্য কামনা করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বাংলাদেশের রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক পৃথক বাণী দিয়েছেন। ‘আকাশবাণী মৈত্রী’ একটি অত্যাধুনিক উচ্চশক্তিসম্পন্ন ১০০০ কিলোওয়াট ডিআরএম ইউনিট ট্রান্সমিটারের মাধ্যমে সম্প্রচারিত হবে। মিডিয়াম ওয়েভে সমগ্র বাংলাদেশে এর অনুষ্ঠান শোনা যাবে। এ ছাড়াও ওয়েবসাইট ও মোবাইল অ্যাপসের মাধ্যমে অনুষ্ঠান সারা বিশ্বে পৌঁছে যাবে।

সর্বশেষ খবর