বুধবার, ২৪ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

নারী জাগলে সমাজ জাগবে

চকরিয়া প্রতিনিধি

নারী জাগলে সমাজ জাগবে

সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেছেন, নারীরা যদি ঐক্যবদ্ধ থাকে তাহলে সমাজে যে কোনো সমস্যা মোকাবিলা করা সম্ভব। নারীরা জাগলে সমাজ জাগবে, দেশের উন্নয়ন হবে। বাংলাদেশে অধিকাংশ ক্ষেত্রে নারীরা এগিয়ে যাচ্ছে। আপনাদেরও সেভাবে এগিয়ে যেতে হবে। গতকাল বেলা ১১টায় কক্সবাজারের চকরিয়া ক্যাডেট কলেজ মিলনায়তনে সুজন চকরিয়া শাখা আয়োজিত মতবিনিময় সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সুশাসনের জন্য নাগরিক—সুজন চকরিয়া উপজেলা সভাপতি মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ আবু মোহাম্মদ বশিরুল আলমের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন ড. বদিউল আলমের স্ত্রী তাজিমা মজুমদার, অ্যাডভোকেট লুত্ফুর কবির, কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গিয়াস উদ্দিন জিকু, কর্মনীড়ের নারী নেত্রী শাহেনা বেগম প্রমুখ। সভায় প্রধান অতিথি দি হাঙ্গার প্রজেক্টের কান্ট্রি ডিরেক্টর ও সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার আরও বলেন, সমাজের সব ধরনের বাধাবিপত্তি মোকাবিলা করেই নারীদের এগিয়ে যেতে হবে। নারীদের অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়তে হলে সবাইকে আত্মনির্ভরশীল হতে হবে।

সর্বশেষ খবর