বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

ইতালিতে নিশ্চিহ্ন গোটা শহর, নিহত ১২০

প্রতিদিন ডেস্ক

ভূমিকম্পটির মাত্রা ছিল ৬.২। আর তাতেই অনেকটা ‘নিশ্চিহ্ন’ হয়ে গেছে একটি শহর। স্থানীয় সময় গতকাল ভোরে মধ্য ইতালিতে ওই ভূমিকম্প আঘাত হানে। এতে গত রাত পর্যন্ত মারা গেছেন কমপক্ষে ১২০ জন। সবচেয়ে খারাপ অবস্থা আমাত্রিস শহরের। এর বেশির ভাগ বাড়িঘর ভেঙে গেছে। ধ্বংসস্তূপের মধ্যে বহু মানুষের আটকে থাকার আশঙ্কার কথা জানিয়েছেন আমাত্রিসের মেয়র সার্জিও পিরোজ্জি। আর তিনিই টুইট করে বলেছেন, ‘কয়েক মুহূর্তের ভূমিকম্পে যেন আস্ত শহরটাই নিখোঁজ হয়ে গেছে।’ মার্কিন ভূতাত্ত্বিক সংস্থা ইউএসজিএস জানিয়েছে, রোম থেকে ১৫০ কিলোমিটার দূরে ছিল ভূকম্পের কেন্দ্রস্থল। এটি ছিল মাটির মাত্র ১০ কিলোমিটার নিচে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে নরসিয়া, পেরুজিয়া, আমব্রিয়ার মতো শহরও। আমাত্রিসের মেয়র পিরোজ্জি বলেন, ‘শেষ রাতের দিকে পুরো শহরটা দুলতে শুরু করে। বাসিন্দারা ভয়ে রাস্তায় বেরিয়ে পড়েন। চেখের সামনেই বাড়িগুলি হুড়মুড় করে ভেঙে পড়ছিল। ওই অন্ধকারেই একটি বাড়ির মধ্যে এক পরিবারের চারজনের দেহ দেখতে পেয়েছি। শহরটা প্রায় নিশ্চিহ্ন হয়ে গেছে। এখনো ধ্বংসস্তূপের নিচে প্রচুর মানুষ আটকে রয়েছেন।’ মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। শুরু হয়েছে উদ্ধারকাজ। শহরের মুখপাত্র ইমাকোলাতা পসটিগ্লিওন জানান, পার্বত্য এলাকার গ্রাম ও শহরগুলোয় এ ভূমিকম্প হওয়ায় উদ্ধারকাজ খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে। সাংবাদিকদের তিনি বলেন, অ্যাকুমোলি ও আমাত্রিসি শহরজুড়ে নিহত হয়েছেন ২৭ জন। আর কাছাকাছি আরকুয়াটা এলাকায় নিহত হয়েছেন আরও ১০ জন। ইতালির ভূমিকম্প ইনস্টিটিউট (আইএনজিভি) জানিয়েছে, ভূমিকম্পের প্রাথমিক ধাক্কার পরবর্তী ৪ ঘণ্টায় ৬০টি পরাঘাত হয়েছে, এর মধ্যে একটি ৫ দশমিক ৫ মাত্রার ছিল। ভূমিকম্পে দেশটির মধ্যাঞ্চলের পার্বত্য এলাকাগুলোর শহর ও গ্রামগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও ঘনবসতিপূর্ণ এলাকাগুলোর তেমন ক্ষতি হয়নি বলে ধারণা করা হচ্ছে। দেশটির বেসামরিক কর্মকর্তারা বলছেন, ২০০৯ সালে আকুইলায় এ রকম একটি ভূমিকম্পে ৩০৯ জন নিহত হয়েছিলেন। এএফপি, বিবিসি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর