শিরোনাম
বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

গ্যাসের দাম বৃদ্ধির তীব্র প্রতিবাদ গণশুনানিতে

নিজস্ব প্রতিবেদক

বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক আনু মুহাম্মদ বলেছেন, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) চলছে ওপরের নির্দেশে। এটি হয়ে দাঁড়িয়েছে একটি পুতুল প্রতিষ্ঠান। নিধিরাম সর্দার প্রতিষ্ঠান এখন বিইআরসি। ওপরের নির্দেশ ছাড়া এটি চলতে পারে না। গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে ভোক্তা পর্যায়ে গ্যাসের অযৌক্তিক মূল্য বৃদ্ধির পাঁয়তারার প্রতিবাদে ‘জনতার গণশুনানি’তে বক্তব্য প্রদানকালে এসব কথা বলেন তিনি। যাত্রীকল্যাণ সমিতি এর আয়োজন করে। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকী, সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য রুহিন হোসেন প্রিন্স, বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য রাজেকুজ্জামান রতন, বাংলাদেশ যাত্রীকল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী প্রমুখ। তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্যসচিব আনু মুহাম্মদ বলেন, গ্যাসের দাম বাড়লে পরিবহনের ভাড়াও বাড়বে। এটি নাগরিক জীবনকে প্রভাবিত করবে। বেতন বেড়েছে গুটিকয় মানুষের। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির বিষয়টি হিসাব করলে দেখা যাবে, বিদ্যুৎ ও গ্যাসের মূল্য বৃদ্ধির কারণে প্রকৃত আয় বাড়েনি। জোনায়েদ সাকী বলেন, ‘বিশেষ পরিস্থিতির সম্মুখীন না হলে এক বছরে দুই দফায় গ্যাসের দাম বাড়ানো যায় না। কিন্তু সরকার মূল্য বৃদ্ধির পাঁয়তারা করছে। বিইআরসি একটি আদালতের মতো। সরকার ও ভোক্তা উভয়েরই স্বার্থ সংরক্ষণ করবে এটি। কিন্তু আমরা দেখে আসছি সরকারপক্ষ যা চায় তা-ই হয়। গ্যাসের মূল্য বৃদ্ধির কোনো যৌক্তিক কারণ নেই। এর কারণ সরকারের লুটপাট। ঘোষিত বাজেটের টাকা সংগ্রহে সরকার মরিয়া হয়ে উঠেছে। সব উন্নয়ন প্রকল্পে সরকার লুটপাটের মচ্ছব তৈরি করেছে। গ্যাসের দাম বাড়লে কৃষক, শ্রমিক, শিল্প-কারখানা বিপর্যয়ের মুখোমুখি হবে। দেশের শিল্প-কারখানা বিদেশের বাজারে প্রতিযোগিতায় টিকতে পারবে না।’ সাকী বলেন, জনগণের সংগ্রাম ছাড়া এসব অপতত্পরতা রোধ করা যাবে না।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর