শিরোনাম
বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

নিজের পায়ে কুড়াল মারছে সরকার

নিজের পায়ে কুড়াল মারছে সরকার

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা অ্যাডভোকেট সুলতানা কামাল বলেছেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রায় সরকার পরিবেশ রক্ষার অঙ্গীকার করলেও বাস্তবে তা রক্ষা করছে না। জ্বালানি প্রশ্নে সরকার নিজের পায়ে কুড়াল মারছে। গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক বক্তৃতা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ‘অদম্য এক বিপ্লব : শতভাগ নবায়নযোগ্য জ্বালানি-ভবিষ্যতের দিকে ধাবমান সারা বিশ্ব’ শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে আরও বক্তব্য দেন গবেষক ও কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ, তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্যসচিব আনু মুহাম্মদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এম এম আকাশ, অধ্যাপক বদরুল ইমাম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল। অনুষ্ঠানে মূল বক্তব্য উপস্থাপন করেন যুক্তরাষ্ট্রের ব্রেনডিস ইউনিভার্সিটির শিক্ষক অধ্যাপক সাজিদ কামাল। সুলতানা কামাল আরও বলেন, কিছু মুনাফালোভী গোষ্ঠী ও ব্যক্তির কারণে বিরাট সম্ভাবনা থাকা সত্ত্বেও নবায়নযোগ্য জ্বালানি বাস্তবায়ন করা যাচ্ছে না। অথচ আমাদের প্রকৃতি, পানি ও মাটিকে ধ্বংস করে কয়লা ভিত্তিক জ্বালানিকে গুরুত্ব দেওয়া হচ্ছে এবং পরিবেশ ধ্বংসকারী বিভিন্ন প্রকল্প গ্রহণ করা হচ্ছে। তিনি বলেন, নবায়নযোগ্য জ্বালানি আমাদের ভবিষ্যৎ। তাই এ ব্যাপারে অগ্রাধিকার ভিত্তিতে মনোযোগ দিতে হবে, অনেক বেশি প্রস্তুতি নিয়ে এখনই পদক্ষেপ নিতে হবে। তিনি আরও বলেন, সরকারের অনেক প্রকল্প ও নীতি হয়তো অপরিপক্ব চিন্তা থেকে অথবা একটি মহলের স্বার্থ রক্ষার জন্য কাজ করছে। এ থেকে সরকারকে সরে আসতে হবে। নবায়নযোগ্য জ্বালানির গুরুত্ব বিষয়ে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে তিনি বিজ্ঞানী, গবেষক ও বিশেষজ্ঞদের এগিয়ে আসার আহ্বান জানান।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর