বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

কফি আনানকে নিয়ে রোহিঙ্গা কমিশনের চিন্তা

প্রতিদিন ডেস্ক

কফি আনানকে নিয়ে রোহিঙ্গা কমিশনের চিন্তা

মিয়ানমারের রোহিঙ্গা সম্প্রদায় সম্পর্কিত একটি কমিশন গঠন করবে দেশটির সরকার যার প্রধান হতে পারেন জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান। এই কমিশন মিয়ানমারে রোহিঙ্গাদের প্রতি সহিংসতা ও তাদের ঘিরে দেশটিতে যে সংকট রয়েছে তার সমাধান খোঁজার জন্য কাজ করবে। তবে নতুন এই কমিশন রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ মিয়ানমারের মধ্যে চলমান সংকট নিয়েও কাজ করবে কিনা সেটি এখনো পরিষ্কার নয়। খবর বিবিসির। জাতিসংঘের ভাষায় রোহিঙ্গা সম্প্রদায়ের মানুষজন বিশ্বের সবচাইতে নির্যাতিত জনগোষ্ঠীর একটি। মিয়ানমারের রাখাইন প্রদেশে রোহিঙ্গা সম্প্রদায়ের বাস, যারা পৃথিবীর কোনো দেশের নাগরিক নয়। দেশটি রোহিঙ্গাদেরকে তারা নাগরিক মনে করে না। বরং মিয়ানমার মনে করে তাদের আদি আবাস বাংলাদেশ। এমনকি রোহিঙ্গা শব্দটি ব্যবহারেও দেশটির সরকারের আপত্তি রয়েছে। দেশটির গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সু চি বহুদিন ধরে রোহিঙ্গা ইস্যুতে কোনো মন্তব্য করেননি। নোবেল শান্তি পুরস্কার বিজয়ী এই নেত্রী রোহিঙ্গাদের সমস্যা সমাধানে কথা বলবেন সেটা অনেকেরই প্রত্যাশা ছিল। বিবিসির সংবাদদাতা জানাচ্ছেন, এখন এই কমিশন গঠন তার ভূমিকা পরিবর্তনের ইঙ্গিত দেয়। এতদিন পর্যন্ত রোহিঙ্গাদের প্রতি অং সান সু চির নীতি ছিল সমস্যার মোকাবিলা নয়, বরং তা রাখাইন প্রদেশেই সীমাবদ্ধ রাখা। একটি কমিশন গঠনের এই সিদ্ধান্ত অনেককেই অবাক করেছে বলে তিনি জানান। কফি আনানকে এর প্রধান করার ইঙ্গিত হলো অং সান সু চি সম্ভবত রোহিঙ্গা ইস্যু সমাধানে নতুন চিন্তাধারার কথা অন্তত শুনতে রাজি হয়েছেন। সহিংসতার মুখে পালিয়ে সীমান্ত পার হয়ে রহিঙ্গাদের অনেকেই বাংলাদেশে প্রবেশ করেছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর