শুক্রবার, ২৬ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

শেখ হাসিনাকে বারবার হত্যার চেষ্টা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

শেখ হাসিনাকে বারবার হত্যার চেষ্টা হয়েছে

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীরা ’৭৫-এর ১৫ আগস্ট জাতির জনককে হত্যা করে তার আদর্শকে হত্যা করতে চেয়েছিল। তেমনি ২১ আগস্ট শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করে স্বাধীন বাংলাদেশকে পাকিস্তানের সঙ্গে যুক্ত করতে চেয়েছিল তারা। শেখ হাসিনাকে এই হত্যা চেষ্টা হচ্ছে বাঙালি জাতির আশা-আকাঙ্ক্ষাকে হত্যার চেষ্টা করা। গতকাল বিকালে  বঙ্গবন্ধু এভিনিউয়ে ১৫ আগস্ট উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগ আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি বায়জিদ আহমেদ খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাব্বির হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন— ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন, ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত শিকদার, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবু, সাবেক সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ, বর্তমান সভাপতি সাইফুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন, ঢাকা দক্ষিণের সাবেক সভাপতি গোলাম সারোয়ার মামুন, মিরাজ হোসেন, মামুন রশীদ শুভ্র, আনিসুর রহমান আনিস, সাবেক সাধারণ সম্পাদক শেখ আনিসুজ্জামান রানা, ঢাবি সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স, উত্তরের সভাপতি সৈয়দ মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ প্রমুখ। শিল্পমন্ত্রী আমু বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বর্তমানে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। ইতিমধ্যে বাংলাদেশ নিম্ন মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। ২০২১ সালের অনেক আগেই মধ্যম আয়ের দেশে উপনীত হবে। সব ষড়যন্ত্র উপেক্ষা করে শেখ হাসিনা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। বিশ্বের প্রথম সারির নেতাদের মধ্যে শেখ হাসিনার অবস্থান দশম। জলবায়ুসহ বিভিন্ন বিষয়ে বিশ্ব নেতারা শেখ হাসিনার সিদ্ধান্তের দিকে তাকিয়ে থাকেন। এসব উন্নয়ন দেখে বাংলাদেশের পরাজিত শক্তি সহ্য করতে না পেরে তাকে হত্যার ষড়যন্ত্রে লিপ্ত। তারা মনে করে বঙ্গবন্ধুর পরে শেখ হাসিনাকে হত্যা করতে পারলে দেশ পাকিস্তানের ফেডারেশনে যোগ করা যাবে। মেয়র সাঈদ খোকন বলেন, ’৭৫-এর ১৫ আগস্ট ষড়যন্ত্রকারীরা ব্যক্তি মুজিবকে হত্যা করতে পারলেও তার আদর্শকে হত্যা করতে পারেনি। বঙ্গবন্ধুর আদর্শ আজ সবার মধ্যে ছড়িয়ে পড়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর