শুক্রবার, ২৬ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

মেসি নিয়ে ম্যারাডোনার অন্য কথা

ক্রীড়া ডেস্ক

মেসি নিয়ে ম্যারাডোনার অন্য কথা

মেসি একজন উঁচুমানের ফুটবলার। এটা সারা বিশ্বের ফুটবলপ্রেমীরাও স্বীকার করেন। তবে ও যে একজন পাকা অভিনেতা তা আমার জানা ছিল না। মেসিকে নিয়ে এভাবেই তিরস্কার করলেন ১৯৮৬ সালে আর্জেন্টিনার বিশ্ব জয়ের অধিনায়ক দিয়াগো ম্যারাডোনা। কোপা আমেরিকা কাপ ফাইনালে চিলির কাছে হারের পর অবসরের ঘোষণা দেন লিওনেল মেসি। আবেগভরা কণ্ঠে  বলেছিলেন আর্জেন্টিনা দলে আমি যোগ্য নই। দেশকে হতাশা ছাড়া কিছুই দিতে পারিনি। আমার বিশ্বাস আমার এ সিদ্ধান্তে আর্জেন্টিনা উপকৃত হবে। মেসির এ ঘোষণায় ভক্তদের মধ্যে হতাশা  নেমে আসে। তবে সিদ্ধান্ত বদল করে মেসি আবার আর্জেন্টিনা দলে ফিরে এসেছেন। মেসির অবসর প্রসঙ্গে ম্যারাডোনা বলেন, আসলে ওটা ছিল একটা সাজানো নাটক। ফাইনালে হেরে মেসি ছিল স্বাভাবিক। অন্যদিকে শোকে পাথর হয়ে গিয়েছিল আর্জেন্টিনার ভক্তরা। নিজের ব্যর্থতা ঢাকতে অভিনয়ের পথ বেছে নিয়েছিলেন মেসি। আমি জানতাম ওর অবসর নাটক ছাড়া কিছুই নয়। তিনি বলেন, বিপদের সময় কচ্ছপ যেমন খোলসের মধ্যে ঢুকে পড়ে, মেসিও তাই করেছিলেন। আমি মনে করি এ নাটকের  জন্য আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের জিজ্ঞাসাবাদ করা উচিত।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর