শনিবার, ২৭ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

শঙ্কা দূর করে সফরে আসছে ইংল্যান্ড

ক্রীড়া প্রতিবেদক

শঙ্কা দূর করে সফরে আসছে ইংল্যান্ড

সব সংশয়, শঙ্কা দূর করে বাংলাদেশ সফরে আসতে ইংল্যান্ডকে আমন্ত্রণ জানিয়েছিলেন টাইগার ওয়ানডে ও টি-২০ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। শুধু টাইগার অধিনায়ক মাশরাফি কিংবা ক্রিকেটাররা নন, বাংলাদেশের ১৬ কোটি ক্রিকেটপ্রেমীও ইংলিশ ক্রিকেটারদের উষ্ণ অভ্যর্থনা জানাতে  অধীর অপেক্ষায় বসে ছিলেন। তারপরও ঈশান কোণে মেঘ দেখার মতো কোথায় যেন হালকা শঙ্কা ছিল সবার মনে। অবশেষে শঙ্কা, সংশয় দূর হয়েছে। বৃহস্পতিবার রাতে দুই বাক্যের টুইটারে বাংলাদেশ সফর নিশ্চিত করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড। টুইটারে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড লিখেছে, নির্ধারিত সময়েই বাংলাদেশ সফর করবে ইংল্যান্ড। এর পরই স্বস্তি বয়ে যায় বাংলাদেশে। স্বাগত ইংল্যান্ড! স্বাগত।  

৩০ সেপ্টেম্বর তিন ওয়ানডে ও দুই টেস্ট খেলতে ঢাকায় আসার কথা ইংল্যান্ডের। ইংল্যান্ডকে বরণ করতে সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রস্তুতি ম্যাচসহ সিরিজের শিডিউলও চূড়ান্ত। ঠিক তখনই ১ জুলাই গুলশানের হলি আর্টিজানে জঙ্গিদের বর্বরোচিত হামলায় মারা যান ২০ বিদেশি। ওই হামলার পর ভেস্তে যেতে বসে বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজ। যদিও সিরিজ বাতিলের বিষয়ে কোনো কিছু জানায়নি ইংল্যান্ড। জানায়নি বলেই আশাবাদী ছিল বাংলাদেশ। ১৭ আগস্ট রেগ ডিকসনের নেতৃত্বে তিন সদস্যের ইংলিশ নিরাপত্তা পরিদর্শক ঢাকায় আসে এবং মিরপুর ও চট্টগ্রামের নিরাপত্তা দেখে যান। নিরাপত্তা পরিদর্শকদের বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার আশ্বাস দেওয়া হয়। চার দিনের সফর শেষ করে নিরাপত্তা পরিদর্শকরা দেশে ফিরে যান এবং রিপোর্ট জমা দেন ইংল্যান্ড ক্রিকেট বোর্ডকে। বৃহস্পতিবার রাতে ইংলিশ ক্রিকেট বোর্ডের প্রধান নিরাপত্তা কর্মকর্তা ডিকসনের সঙ্গে বৈঠক করেন ওয়ানডে অধিনায়ক ইয়ান মরগানসহ ১৫ ক্রিকেটার। বৈঠকে উপস্থিত ছিলেন ইংলিশ টেস্ট অধিনায়ক অ্যালিস্টার কুক ও প্রধান নির্বাচক, সাবেক অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউস। বৈঠকের পরই বাংলাদেশ সফরে আসার বিষয়টি নিশ্চিত হয়। বৈঠক শেষে স্ট্রাউস ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের পক্ষে বলেন, ‘পরিকল্পনা অনুযায়ী ইংল্যান্ডের বাংলাদেশ সফর এগিয়ে যাবে। সফরে ক্রিকেটার ও টিম স্টাফদের নিরাপত্তা সর্বোচ্চ গুরুত্ব পেয়েছে। বৈঠকে আমরা সফরের নিরাপত্তা ঝুঁকি সম্পর্কে বিস্তারিত জেনেছি। তাতে মনে হয়েছে সফর করা নিরাপদ। আমাদের পূর্ণ নিরাপত্তা দেওয়ার আশ্বাস দিয়েছে বাংলাদেশ। তাদের পক্ষ থেকে আমাদের যে নিরাপত্তার প্রতিশ্রুতি দিয়েছে, সেটার ওপর আমরা আস্থাশীল।’ ইংল্যান্ড সফরে আসার বিষয় নিশ্চিত করায় বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ধন্যবাদ জানান, ‘সফর করতে রাজি হওয়ায় আমরা ইংল্যান্ডকে ধন্যবাদ জানাই। আমরা তাদের সর্বোচ্চ নিরাপত্তাই দেব। সবচেয়ে বড় বিষয় হচ্ছে, ইংল্যান্ডের সফর বাংলাদেশের ভাবমূর্তি বিশ্বব্যাপী উজ্জ্বল করবে।’ দুই ভাগে বিভক্ত হয়ে বাংলাদেশ সফরে আসবে ইংল্যান্ড। ৩০ সেপ্টেম্বর তিন ম্যাচ ওয়ানডে সিরিজ খেলতে প্রথমে আসবে মরগানের নেতৃত্বে ওয়ানডে দল। ৭, ৯ অক্টোবর মিরপুরে খেলবে প্রথম দুই ওয়ানডে এবং ১২ অক্টোবর তৃতীয় ও শেষ ওয়ানডে চট্টগ্রামে। এরপর চট্টগ্রামে ২০-২৪ অক্টোবর প্রথম টেস্ট এবং ২৮ অক্টোবর-১ নভেম্বর দ্বিতীয় টেস্ট মিরপুরে। ২ নভেম্বর ঢাকা ছাড়বে ইংল্যান্ড। বাংলাদেশ সফর শেষ করে ৯ অক্টোবর ভারত যাবে ইংল্যান্ড। বাংলাদেশ সফরে আসতে নিশ্চিত করেছে ইংল্যান্ড। কিন্তু পূর্ণ স্বাধীনতা দিয়েছে ক্রিকেটারদের। ক্রিকেটারদের বলা হয়েছে, বাংলাদেশ সফরে আসতে ক্রিকেটাররা স্বাধীনতা পাবেন।

সর্বশেষ খবর