রবিবার, ২৮ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

১০ ঘণ্টা ঢাকায় থাকবেন কেরি

কূটনৈতিক প্রতিবেদক

১০ ঘণ্টা ঢাকায় থাকবেন কেরি

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি আগামীকাল সকালে প্রথমবারের মতো ঢাকা সফরে আসছেন। ঢাকায় প্রায় ১০ ঘণ্টা অবস্থানকালে কর্মব্যস্ত সময় কাটাবেন পরাক্রমশালী রাষ্ট্রের এই পররাষ্ট্রমন্ত্রী। সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে। দ্বিপক্ষীয় বৈঠক করবেন পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলীর সঙ্গে। কথা বলবেন সুশীলসমাজের প্রতিনিধি ও গণমাধ্যমের সঙ্গে। বিকালে ঢাকা ছাড়ার আগে তার সফরসূচিতে একটি সেমিনারে যোগ দেওয়ার কথাও রয়েছে। জানা যায়, নিরাপত্তা ইস্যুতে চরম গোপনীয়তা রক্ষা করা হচ্ছে জন কেরির সফরসূচি নিয়ে। অবশ্য ইতিমধ্যেই ওয়াশিংটন থেকে নিরাপত্তাবিষয়ক প্রতিনিধি দল ঢাকায় এসে কাজ শুরু করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক প্রস্তুতিমূলক বৈঠক করেছেন রাষ্ট্রদূত মার্শা স্টিফেনস ব্লুম বার্নিকাট। ওয়াশিংটন ও ঢাকার একাধিক কূটনৈতিক সূত্রের খবর, আগামীকাল সকালে ইউএস এয়ারফোর্সের বিশেষ বিমানে ঢাকার হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবেন জন কেরি। পরে সেখান থেকে সরাসরি চলে যাবেন রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায়। দ্বিপক্ষীয় বৈঠক করবেন পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলীর সঙ্গে। সেখানে নিরাপত্তাবিষয়ক একটি সেমিনারে অংশগ্রহণ করবেন এবং বাংলাদেশের গণমাধ্যমের সঙ্গে কথা বলতে পারেন। পরে চলে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ে। সৌজন্য সাক্ষাৎ শেষে কার্যালয় থেকে বেরিয়ে সাক্ষাৎ করবেন জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে। পরে মার্কিন রাষ্ট্রদূতের বাসভবনে সুশীলসমাজের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করবেন বিভিন্ন ইস্যুতে। সন্ধ্যানাগাদ ঢাকা ছাড়বেন নয়া দিল্লির উদ্দেশে। যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যকার একটি সংলাপে অংশ নেবেন জন কেরি। নয়া দিল্লিতে তার সঙ্গে যোগ দেবেন মার্কিন বাণিজ্যবিষয়ক মন্ত্রী পেনি প্রিটজার। ঢাকার মার্কিন দূতাবাসের মুখপাত্র ন্যান্সি ভ্যানহর্ন সাংবাদিকদের বলেছেন, পররাষ্ট্রমন্ত্রী জন কেরির সফরে আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে সহযোগিতার পাশাপাশি গণতন্ত্র, উন্নয়ন, মানবাধিকার, নিরাপত্তাবিষয়ক দ্বিপক্ষীয় ইস্যু গুরুত্ব পাবে। পররাষ্ট্র মন্ত্রণালয়সূত্রের খবর, জন কেরির সফর উপলক্ষে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত এম জিয়াউদ্দিন গতকাল ঢাকায় এসে পৌঁছেছেন। গত বছরের মে মাসে ওয়াশিংটন সফরের সময় জন কেরিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান মাহমুদ আলী। ওই আমন্ত্রণে সাড়া দিয়ে ঢাকা সফরের ব্যাপারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে কথা দিয়েছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। গত জুনে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র পঞ্চম অংশীদারত্ব সংলাপে অংশ নেওয়ার ফাঁকে পররাষ্ট্র সচিব শহীদুল হক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার বিশেষ সহকারী পিটার লেভয় ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর চিফ অব স্টাফ জনাথন ফিনারের সঙ্গে আলোচনা করেন। ওই আলোচনাগুলোয় জন কেরির ঢাকা সফরের প্রস্তুতি নিয়ে তাদের কথা হয়েছে।

সর্বশেষ খবর