রবিবার, ২৮ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

ইতিহাস নিয়ে ব্লাসফেমি আইন গ্রহণযোগ্য নয়

নিজস্ব প্রতিবেদক

ইতিহাস নিয়ে ব্লাসফেমি আইন গ্রহণযোগ্য নয়

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি—সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন, ইতিহাস নিয়ে ব্লাসফেমি আইন গ্রহণযোগ্য নয়। ধর্ম নিয়ে যেমন ব্লাসফেমি আইন অগ্রহণযোগ্য তেমন ইতিহাস নিয়ে একই ধরনের আইন করা হচ্ছে। মুক্তিযুদ্ধ নিয়ে, বঙ্গবন্ধুকে নিয়ে তথ্য বিকৃতির শাস্তি যাবজ্জীবন— এও একধরনের ব্লাসফেমি আইন। মানুষের আস্থা তৈরি করতে হবে গণতন্ত্রের প্রতি, ধর্মনিরপেক্ষতার প্রতি। গতকাল রাজধানীর এশিয়াটিক সোসাইটি মিলনায়তনে যুব ইউনিয়ন আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। জঙ্গিবাদবিরোধী জাতীয় যুব কনভেনশনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি হাসান হাফিজুর রহমান সোহেল। সেলিম বলেন, ‘১৯৭১ সালের ৭ মার্চের ভাষণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন, ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো। এই দুর্গ অস্ত্রের দুর্গ নয়। কিন্তু আমরা তা বুঝতে পারিনি। সাংস্কৃতিক চেতনার দুর্গ গড়ার কথা বলেছিলেন তিনি। অসাম্প্রদায়িকতা, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতার চেতনার কথা তিনি বলেছিলেন। মহান মুক্তিযুদ্ধের পর যে সাংস্কৃতিক আন্দোলন করার কথা ছিল তা না করায় আজ জঙ্গিবাদের ভয়ানক ছোবল আমাদের আঘাত করছে। সেই শাস্তি আমরা পাচ্ছি। তার খেসারত দিতে হচ্ছে।’ তিনি বলেন, মুক্তিযুদ্ধের শিক্ষাই ছিল অসাম্প্রদায়িক, ধর্মনিরপেক্ষ বাংলাদেশ। কিন্তু রাজনীতি চলছে সাম্প্রদায়িকতার। আপসকামিতার জন্য মানুষ আস্থা হারিয়েছে। এখন আইন করে মানুষকে শাস্তি দিয়ে কি তা রক্ষা করা যাবে? মানুষের কাছে আদর্শবাদী রাজনীতি তুলে ধরতে হবে। সব ঘরে সাংস্কৃতিক চেতনার দুর্গ গড়ে তুলতে হবে। তিনি আরও বলেন, ‘মানুষকে আস্থাশীল করতে পারিনি গণতন্ত্রের প্রতি, ধর্মনিরপেক্ষতার প্রতি। দুর্নীতি, অপশাসন দেখে মানুষের মধ্যে পরমতসহিষ্ণুতা গড়ে ওঠেনি। বড় রাজনৈতিক দলগুলোর ক্ষমতা ছাড়া আর কোনো আদর্শ নেই। ’৭৫ সালের পর আদর্শ-বিচ্যুতি ও আদর্শবাদীদের আপসকামিতা থেকে আমরা বের হতে পারিনি।’ সিপিবি সভাপতি বলেন, আজ রাজনীতি হচ্ছে ক্ষমতায় থাকতেই হবে অথবা ক্ষমতায় যেতেই হবে। বিদেশি শক্তি ও দেশীয় সুবিধাভোগীদের সহযোগিতায় ক্ষমতায় টিকে থাকতে হবে। কিন্তু যারা ক্ষমতায় রাখতে পারে তারা স্বার্থের কারণে ক্ষমতা থেকে ফেলেও দিতে পারে। ‘তারুণ্যের সাহসিকতায় এসো প্রতিরোধ করি’ শীর্ষক বাংলাদেশ যুব ইউনিয়নের জঙ্গিবাদবিরোধী জাতীয় কনভেনশনের সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক হাফিজ আদনান রিয়াদ। এতে আরও উপস্থিত ছিলেন অধ্যাপক অজয় রায়, সাবেক উপদেষ্টা সুলতানা কামাল, অধ্যাপক সাদেকা হালিম, ঐক্য ন্যাপের সভাপতি পংকজ ভট্টাচার্য, অধ্যাপক এম এম আকাশ প্রমুখ।

সর্বশেষ খবর