রবিবার, ২৮ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

রামপালে বিদ্যুৎকেন্দ্র হলে আরেকটা গণঅভ্যুত্থান

নিজস্ব প্রতিবেদক

রামপালে বিদ্যুৎকেন্দ্র হলে আরেকটা গণঅভ্যুত্থান

রামপালে কয়লা বিদ্যুৎকেন্দ্র নির্মাণের প্রকল্প বাতিল করা না হলে সরকারের বিরুদ্ধে ঊনসত্তর সালের মতো গণঅভ্যুত্থান হবে বলে সতর্ক করে দিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সভাপতি আ স ম আবদুর রব। গতকাল জাতীয় প্রেসক্লাবে নাগরিক ঐক্যের উদ্যোগে ‘সুন্দরবন রক্ষা কর, পরিবেশ বাঁচাও এবং গ্যাসের দাম বাড়ানো যাবে না’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। নাগরিক ঐক্যের ভারপ্রাপ্ত আহ্বায়ক এস এম আকরামের সভাপতিত্বে আলোচনা সভায় বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, গণস্বাস্থ্য সংস্থার প্রতিষ্ঠাতা ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী ও আওয়ামী লীগের সাবেক এমপি গোলাম মাওলা রনি বক্তব্য রাখেন। সরকারের উদ্দেশ্যে আ স ম আবদুর রব বলেন, এত প্রেম কেন? রামপালে করতে হবে কেন? বাংলাদেশে আর কোথাও জায়গা নাই? নিঝুম দ্বীপে যান, সেন্টমার্টিনে যান, জায়গার তো অভাব নাই। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, রামপালে বিদ্যুৎ প্রকল্প বন্ধ করতে হবে। এই প্রকল্প রামপাল থেকে সরান। তা না হলে রামপাল আন্দোলনে আপনার সরকার উড়ে যাবে। সাবেক মন্ত্রী আ স ম আবদুর রব বলেন, ভারতে ২৬ কিলোমিটার দূরে বিদ্যুৎকেন্দ্র করার প্রকল্প ছিল, তারা অনুমতি দেয় নাই। আর আমাদের এখানে দূরত্ব ১৪ কিলোমিটার। এই বিদ্যুৎকেন্দ্র রামপালে হলে সুন্দরবনের বাঘ থাকবে না, হরিণ থাকবে না, পশু-পক্ষী থাকবেন না— এটা একটা মরুভূমিতে পরিণত হবে। গাছ-পালা সব মরে যাবে। এই প্রকল্প অবশ্যই বন্ধ করতে হবে। সরকার জঙ্গিবাদের ইস্যুকে টিকিয়ে রাখতে চায় অভিযোগ করে রব বলেন, আগামী নির্বাচনে যাওয়ার আগ পর্যন্ত জনগণের কাছে সমর্থন আদায়ের জন্য একে টিকিয়ে রাখতে সরকার আজকে এই উদ্যোগ গ্রহণ করেছে। আসলে তারা জঙ্গি দমন করতে চায় না। এক-একটা মামলা দীর্ঘদিন পর্যন্ত তারা (সরকার) ঝুলিয়ে রেখেছে। নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্নার ওপর সরকারের প্রতিহিংসার কথা উল্লেখ করে আ স ম আবদুর রব বলেন, মান্না আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। তিনি সেখান থেকে বেরিয়ে এসে নাগরিক ঐক্য করেছেন, সেই প্রতিহিংসায় প্রতিশোধ নেওয়ার জন্য মান্নাকে কারাগারে নিয়ে নির্যাতন করা হচ্ছে। আমরা মনে করি, মান্না সোহরাওয়ার্দী উদ্যানে একটা তৃতীয় রাজনৈতিক শক্তি গড়ে তুলতে চেয়েছেন সেজন্য সরকার তাকে জেলে ঢুকিয়েছে। সরকারকে বলব, এটা বন্ধ করুন। প্রধানমন্ত্রীকে বলব, মান্না জাতীয় নেতা, তাকে মুক্তি দিন। তা না হলে মান্নার মুক্তির আন্দোলন ও রামপালের আন্দোলন মিলে সরকার কিন্তু উড়ে যাবে। আমরা কেউ ঘরে বসে থাকব না।

সর্বশেষ খবর