সোমবার, ২৯ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

যুক্তরাষ্ট্র নতুন প্রস্তাব দেবে

নিজস্ব প্রতিবেদক

যুক্তরাষ্ট্র নতুন প্রস্তাব দেবে

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরির সফরের সময় জঙ্গিবাদ দমনে দেশটির পক্ষ থেকে নতুন প্রস্তাব থাকবে। গতকাল দুপুরে সিরডাপ মিলনায়তনে পোশাকশিল্পের শ্রমিকদের স্বাস্থ্যবিষয়ক সম্মেলনে বক্তব্য দেওয়ার পর ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট এ কথা বলেন। ‘গার্মেন্ট শ্রমিকদের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া এবং এর প্রতিকূলতা ও সমাধান’ শীর্ষক দিনব্যাপী এই সম্মেলন যৌথভাবে আয়োজন করে যুক্তরাষ্ট্রের ব্রাউন ইউনিভার্সিটি, স্বাস্থ্য মন্ত্রণালয়, ডিএফআইডিসহ একাধিক এনজিও। পোশাক শ্রমিকদের স্বাস্থ্য অধিকারের কথা উল্লেখ করে মার্কিন রাষ্ট্রদূত সাংবাদিকদের বলেন, এ সফর একটি সুযোগ এনে দিয়েছে। সফরের সময় কর্মসূচি নিয়ে আলোচনা হবে। তবে কী কর্মসূচি বা প্রস্তাব, তা তিনি ব্যাখ্যা করেননি। এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির সফর সফল করতে ঢাকার মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটসহ দেশটির দূতাবাস এবং ওয়াশিংটন থেকে আসা কর্মকর্তারা বাংলাদেশ সরকার ও সংশ্লিষ্টদের সঙ্গে কয়েক দিনের সিরিজ বৈঠক গতকালও অব্যাহত রেখেছেন। গতকালও পররাষ্ট্র দফতরে বৈঠক করেছেন মার্কিন কর্মকর্তারা। ওয়াশিংটন থেকে আসা মার্কিন মন্ত্রীর সফরের অ্যাডভান্স টিমের সদস্যরা গতকাল প্রধানমন্ত্রীর কার্যালয় ও পররাষ্ট্র দফতরের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। শেষ মুহূর্তে তারা রাষ্ট্রীয় অতিথি ভবনসহ কর্মসূচি সংশ্লিষ্ট বিভিন্ন ভেন্যু পরিদর্শন করেন।

সর্বশেষ খবর