সোমবার, ২৯ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

বাণিজ্যে আশার আলো দেখছেন ব্যবসায়ীরা

রুহুল আমিন রাসেল

বিশ্ব অর্থনীতির প্রভাবশালী দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরির ঢাকা সফরে বাণিজ্য ও বিনিয়োগে আশার আলো দেখছেন দেশের শীর্ষ ব্যবসায়ী নেতারা।  ওবামা প্রশাসনের এই শীর্ষ কর্তার ঢাকা সফরে ব্যবসায়ীদের প্রত্যাশা হলো—  সরকার জানান দেবে বাংলাদেশ সন্ত্রাসের বিরুদ্ধে প্রচণ্ড অ্যাকশনে আছে এবং থাকবে। অন্যদিকে প্রত্যাশা— মার্কিন নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে সতর্কতা ও রেড অ্যালার্ট প্রত্যাহার করা, অন্যায়ভাবে কেড়ে নেওয়া জিএসপি সুবিধা ফেরত না দিলেও শুল্ক কর, অবকাশ সুবিধা দেওয়া হবে। এ প্রসঙ্গে ব্যবসায়ী-শিল্পপতিদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই) সভাপতি আবদুল মাতলুব আহমাদ গতকাল বাংলাদেশ প্রতিদিনকে বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরিকে আমাদের সরকার শক্ত ভয়েজে (কণ্ঠে) জানান দেবে— বাংলাদেশ সন্ত্রাসের বিরুদ্ধে প্রচণ্ড অ্যাকশনে আছে এবং থাকবে। বাংলাদেশের এমন অবস্থান বিবেচনায় নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রও তাদের ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে বলে আশা করছি। কারণ অন্যায়ভাবে বাংলাদেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তাই এই নিষেধাজ্ঞা প্রত্যাহার হলে বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্র উভয়েই লাভবান হবে। তার দাবি, ভ্রমণ নিষেধাজ্ঞা ও রেড অ্যালার্ট প্রত্যাহার করা হলে মার্কিন ব্যবসায়ীরা বাংলাদেশে এসে ব্যবসা করতে পারবেন। এফবিসিসিআই সভাপতি আরও বলেন, আমরা কম দামে মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে ওষুধ রপ্তানি করছি। যুক্তরাষ্ট্রও আমাদের সমুদ্র অর্থনীতিতে বিনিয়োগ করতে পারে।

দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) সভাপতি সিদ্দিকুর রহমান বলেন, রানা প্লাজা ধসের পর মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের জিএসপি সুবিধা বন্ধ করে যে ১৬টি শর্ত সরকার ও পোশাকশিল্প মালিকদের দিয়েছে, তার সবগুলোই বাংলাদেশ পূরণ করেছে। তারপরও জিএসপি দিচ্ছে না মার্কিন যুক্তরাষ্ট্র। এমন প্রেক্ষাপটে জন কেরির ঢাকা সফরে পোশাকশিল্প মালিকদের আবেদন হলো, আমাদের শুল্কমুক্ত সুবিধা না দিলেও শুল্ক কর অবকাশ সুবিধা দেওয়া হোক। তার দাবি, অনেক দেশ আমাদের চেয়ে শুল্ক সুবিধা ভোগ করে। রপ্তানি খাতের উদ্যোক্তাদের শীর্ষ সংগঠন এক্সপোর্টাস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইএবি) সভাপতি আবদুল সালাম মুর্শেদী বলেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফরে বাণিজ্যে নতুনত্বের প্রভাব পড়বে। ভ্রমণ সতর্কতা ও রেড অ্যালার্ট প্রত্যাহারে ইতিবাচক প্রভাব পড়বে। মার্কিন ক্রেতারা ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে বাংলাদেশে আসবেন। সব মিলিয়ে বিশ্বের এক নম্বর অর্থনীতির দেশের পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফরে বিশ্ব বাজারেও বাংলাদেশের বাণিজ্যে ইতিবাচক প্রভাব পড়বে।

সর্বশেষ খবর