সোমবার, ২৯ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক রক্ষার চেষ্টা চলছে : মোদি

দীপক দেবনাথ, কলকাতা

বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক রক্ষার চেষ্টা চলছে : মোদি

বাংলাদেশসহ প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে যথাসাধ্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার ‘মন কি বাত’ অনুষ্ঠানের ২৩তম পর্বে বক্তব্য রাখতে গিয়ে প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নের ওপর জোর দেন প্রধানমন্ত্রী। এ সময় বাংলাদেশের প্রসঙ্গ টেনে তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে তিনি সবরকম চেষ্টা চালিয়ে যাচ্ছেন। প্রতিবেশী দেশটির সঙ্গে সম্পর্ক উন্নয়নে আমাদের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি বাংলাদেশ-ভারত মৈত্রী রেডিও ‘আকাশবাণী মৈত্রী’ চ্যানেলের আনুষ্ঠানিক সূচনা করেছেন। এর মধ্য দিয়ে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ় হবে’। নতুন এই চ্যানেলটির জন্য আকাশবাণীকে ধন্যবাদও জানান প্রধানমন্ত্রী। প্রসঙ্গত, গত মঙ্গলবারই কলকাতার রাজভবন থেকে ‘আকাশবাণী মৈত্রী’এর উদ্বোধন করেন প্রণব মুখার্জি। এই চ্যানেলের মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে এক নতুন অধ্যায় সংযোজিত হবে বলে আশা প্রকাশ করেন ভারতের রাষ্ট্রপতিও। এদিনের ‘মন কি বাত’ অনুষ্ঠান থেকে কাশ্মীর ইস্যুতেও মুখ খোলেন নরেন্দ্র মোদি। তিনি বলেন কাশ্মীরে অস্থিরতা তৈরির জন্য যারা তাদের সন্তানদের জোর করে ঠেলে দিচ্ছে তাদেরও একদিন সন্তানদের কাছে জবাবদিহি করতে হবে। গত ৮ জুলাই নিরাপত্তা বাহিনীর গুলিতে হিজবুল মুজাহিদীন কমান্ডার বুরহান ওয়ানির নিহতের পর থেকে কাশ্মীরে টানা ৫১ দিন ধরে চলা হিংসায় এখনো বিপ?র্যস্ত জনজীবন। হিংসায় এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে ৭০ জনের, আহত কয়েক হাজার। এই পরিস্থিতিতে মোদি এদিন বলেন ‘কাশ্মীরের সহিংসতায় যাদের মৃত্যু হয়েছে— সে বিক্ষোভকারী হোক কিংবা নিরাপত্তারক্ষী, সেই মৃত্যু আমাদের ক্ষতি, আমাদের দেশের ক্ষতি। উপত্যকায় শান্তি ফেরাতে দুটি মন্ত্রের ওপর জোর দিয়েছেন মোদি। এগুলো হলো একতা, ভালোবাসা। প্রধানমন্ত্রী বলেন সব দলের সঙ্গে আলোচনা করে একটা জিনিস উঠে এসেছে, তা হলো উপত্যকায় শান্তি ফেরানোর প্রাথমিক মন্ত্রই হলো একতা (ইউনিটি) ও ভালোবাসা (লাভ)। রেডিওতে ৪৫ মিনিটের এই বক্তব্যে শিক্ষক দিবস, গঙ্গার স্বচ্ছতা, গণেশ উৎসব, দুর্গা পুজো, মাদার তেরেসা, রিও অলিম্পিকে ভারতীয় নারীদের সাফল্য, পণ্য ও পরিসেবা কর (জিএসটি) বিলসহ একাধিক প্রসঙ্গও উঠে আসে।

সর্বশেষ খবর