সোমবার, ২৯ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

ব্যস্ত সময় কাটিয়ে গেলেন ব্রিটিশ প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

ব্যস্ত সময় কাটিয়ে গেলেন ব্রিটিশ প্রতিমন্ত্রী

যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক দফতর (ডিএফআইডি) বিষয়ক প্রতিমন্ত্রী রোরি স্টুয়ার্ট গতকাল ঢাকায় ব্যস্ত সময় কাটিয়ে গেছেন। তিনি আইনমন্ত্রী আনিসুল হকসহ উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ ও বৈঠক করেছেন।

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়ার সিদ্ধান্তের পর গঠিত নতুন ব্রিটিশ সরকারের পক্ষে এটিই ছিল কোনো মন্ত্রীর প্রথম বাংলাদেশ সফর। জানা গেছে, গতকাল বিকালে ব্রিটিশ প্রতিমন্ত্রী সচিবালয়ে আইনমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় আইনমন্ত্রী আনিসুল হক বাংলাদেশে দণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশি যুদ্ধাপরাধীকে ফেরত পেতে স্টুয়ার্টকে অনুরোধ জানিয়েছেন। বৈঠক শেষে ব্রিফিংয়ে আইনমন্ত্রী বলেন, বাংলাদেশের আইনের শাসন প্রতিষ্ঠায় যুক্তরাজ্য গুরুত্বপূর্ণ অংশীদার। আইনের শাসন, মানবাধিকারসহ বিভিন্ন বিষয় নিয়ে আমাদের মধ্যে আলোচনা হয়েছে। আমি যুক্তরাজ্যে অবস্থানকারী বাংলাদেশে দণ্ডপ্রাপ্ত দুই যুদ্ধাপরাধী বাংলাদেশের নাগরিককে ফিরিয়ে দিতে যুক্তরাজ্যের প্রতিমন্ত্রীকে অনুরোধ জানিয়েছি। জবাবে রোরি স্টুয়ার্ট জানিয়েছেন, তিনি তার সংশ্লিষ্ট ঊর্ধ্বতনদের বিষয়টি জানাবেন এবং তাদের দেশের আইনানুযায়ী তারা এ বিষয়ে পদক্ষেপ নেবেন।

সর্বশেষ খবর