মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

রামপাল নিয়ে বিএনপির সঙ্গে ঐক্য নয় : আনু মুহাম্মদ

নিজস্ব প্রতিবেদক

রামপালে বিদ্যুেকন্দ্র-বিরোধী আন্দোলনে বিএনপির মদদের অভিযোগ প্রত্যাখ্যান করেছেন তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ। গতকাল এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, বড় দুটি দল বরাবরই ক্ষমতায় গেলে আন্দোলনের বিরোধিতা করে, আবার বিরোধী দলে থাকতে সমর্থন করে। সুন্দরবনের কাছে রামপালে তাপ বিদ্যুেকন্দ্রের বিরোধিতার জবাব দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলনের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে তেল-গ্যাস রক্ষা কমিটি এই সংবাদ সম্মেলন  করে। তিনি বলেন, আমরা দীর্ঘদিন এটা নিয়ে আন্দোলন করে আসছি। এখন তিনি (খালেদা) উপলব্ধি করে সমর্থন করেছেন। তবে তাদের সঙ্গে ঐক্যবদ্ধ আন্দোলন সম্ভব নয়। যেসব দল ক্ষমতায় থাকাকালে জাতীয় স্বার্থবিরোধী চুক্তি করেছে, তাদের সঙ্গে ঐক্যবদ্ধ আন্দোলনের কোনো প্রশ্নই ওঠে না। হঠাৎ করে বিএনপি নেত্রী খালেদা জিয়ার সংবাদ সম্মেলনের মাধ্যমে সমর্থন জানানোকে প্রধানমন্ত্রী একটি স্বাধীন আন্দোলনে কালি মাখানোর সুযোগ হিসেবে গ্রহণ করেছেন। আমরা পরিষ্কার বলতে চাই- শুধু বিএনপি নয়, গত ১০ বছরে দেশের দুই বড় দল আওয়ামী লীগ ও বিএনপি উভয়েরই সমর্থন পাওয়ার অভিজ্ঞতা আমাদের হয়েছে। যখন বিএনপি-জামায়াত সরকার ফুলবাড়ীতে গুলি চালানোর পর গণঅভ্যুত্থান অপ্রতিরোধ্য হয়ে উঠেছিল, তখন আওয়ামী লীগ আন্দোলনে সমর্থন দিয়েছিল। সরকারে থাকলে এই দলগুলোর ভূমিকা হয় সম্পূর্ণ বিপরীত। তেল-গ্যাস রক্ষা কমিটির রোডমার্চসহ নানা কর্মসূচিতে অর্থায়ন নিয়ে প্রধানমন্ত্রীর প্রশ্ন তোলার জবাবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির এই অধ্যাপক প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, আপনি যখন আমাদের ফুলবাড়ী আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছিলেন, তখন আমরা যেভাবে খরচ জোগাতাম, এখনো সেভাবেই খরচ জোগাই। যারা দিনরাত পরিশ্রম করে খেয়ে না খেয়ে এসব কর্মসূচিতে অংশ নেয় তাদেরও চাঁদা দিয়ে অংশ নিতে হয়। ক্ষমতায় থাকা বড় দলগুলোর মতো আমাদের আন্দোলন টাকার ওপর ভর করে না। রামপাল নিয়ে সরকারের সঙ্গে আলোচনায় রাজি আছেন জানিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী যদি আলোচনার আগ্রহ প্রকাশ করেন, সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার আশ্বাস দেন তবে নিশ্চয়ই আমরা আলোচনা করব। পুরানা পল্টনে মুক্তি ভবনে এই সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আয়োজক সংগঠনের আহ্বায়ক শেখ মুহাম্মদ শহীদুল্লাহ, সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য রুহিন হোসেন প্রিন্স, বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক প্রমুখ।

সর্বশেষ খবর