মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০১৬ ০০:০০ টা
ফায়ার সার্ভিসের তদন্ত রিপোর্ট

বসুন্ধরা সিটিতে আগুন বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে

নিজস্ব প্রতিবেদক

বৈদ্যুতিক ‘শর্টসার্কিট’ থেকেই রাজধানীর জনপ্রিয় বিপণিবিতান বসুন্ধরা সিটিতে আগুন লেগেছিল বলে মনে করছে ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি। তদন্ত কমিটির প্রধান ফায়ার সার্ভিসের উপ-পরিচালক অজিত কুমার ভৌমিক গণমাধ্যমকে জানিয়েছেন, ‘তদন্ত এখনো শেষ হয়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করছি শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। দোকান মালিকদের সঙ্গে আরও কথা বলা দরকার। ক্ষয়ক্ষতি নিরূপণ করা এখনো সম্ভব হয়নি।’ তিনি আরও বলেন, সি ব্লকের ৬০ নম্বর জুতার দোকানের সিলিং থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে তারা জানতে পেরেছেন। বসুন্ধরা সিটি ডেভেলপমেন্ট লিমিটেডের হেড অব মার্কেটিং এম এম জসিমউদ্দিন জানান, ‘কেন্দ্রীয় শীতাতপ যন্ত্র (এসি) মেরামতের কাজ শেষ না হওয়ায় এখনো শপিং মল খুলতে দেরি হচ্ছে। আরও দু-এক দিন লাগতে পারে এসির কাজ শেষ হতে। আশা করি আগামী বৃহস্পতিবার শপিং মল খুলে দিতে পারব।’

সর্বশেষ খবর