মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

জঙ্গিবাদ নির্মূলে চাই জাতীয় ঐক্য

নিজস্ব প্রতিবেদক

জঙ্গিবাদ নির্মূলে চাই জাতীয় ঐক্য

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, জঙ্গিবাদ-সন্ত্রাসবাদ মোকাবিলায় চাই জাতীয় ঐকমত্য। কারও একার পক্ষে জঙ্গিবাদ নির্মূল করা সম্ভব নয়। শুধু র‌্যাব-পুলিশ নয় বা সরকার নয়, সব রাজনৈতিক দলের মধ্যেও ঐকমত্য জরুরি। এ জন্য প্রয়োজন দেশে গণতন্ত্র ও আইনের শাসন। গণতন্ত্র ফিরলেই জঙ্গিবাদ কমে যাবে। গতকাল বিকালে জাতীয় প্রেসক্লাবে  একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আওয়ামী লীগ সরকারের আমলে দুর্নীতি ও অর্থনৈতিক ব্যবস্থার ওপর গণমাধ্যমে আসা প্রতিবেদনের সংকলিত বইয়ের মোড়ক উন্মোচন করেন ব্যারিস্টার মওদুদ আহমদ। অনুষ্ঠানটির আয়োজন করে বিএনপি। দলের ভাইস চেয়ারম্যান সেলিমা রহমানের সভাপতিত্বে এতে আরও বক্তব্য দেন বিএনপির প্রচার সম্পাদক শহীদুল ইসলাম বাবুল, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সহসাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম বাবুল, চিত্রনায়ক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল প্রমুখ।

ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, ‘বিএনপি একটি উদারপন্থি গণতান্ত্রিক দল। কিন্তু সরকার বিএনপিকে নিশ্চিহ্ন করতে উঠেপড়ে লেগেছে। এতে গণতন্ত্র দুর্বল হয়ে পড়েছে। দেশে গণতান্ত্রিক শক্তি দুর্বল হলে জঙ্গিবাদ বেড়ে যায়। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়। দেশ এখন ভয়ঙ্কর সংকটের মুখে। আমরা চাই, সবাই মিলে ঐক্যবদ্ধভাবে সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবিলা করতে। জনগণের ঐক্যবদ্ধ শক্তিই সব উগ্রবাদ দূর করতে পারে। সরকারকে বলব, গণতন্ত্র ফিরিয়ে দেন। তবেই দেশে শান্তি ফিরে আসবে।’ এদিকে ‘জাতীয়তাবাদী গণ-দল’ আয়োজিত জাতীয় প্রেসক্লাবে আরেকটি অনুষ্ঠানে বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। সংগঠনের সভাপতি শফিকুল ইসলাম শফিকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবীর খোকন, বিএনপি নেত্রী হেলেন জেরিন খান, আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ, কৃষক দল নেতা নাসির উদ্দিন হাজারী প্রমুখ।

সর্বশেষ খবর