বুধবার, ৩১ আগস্ট, ২০১৬ ০০:০০ টা
জন কেরির সফর

সরকার নয়, দল হিসেবেও লাভ দেখছে আওয়ামী লীগ

রফিকুল ইসলাম রনি

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরির বাংলাদেশ সফরে উজ্জীবিত আওয়ামী লীগ। দলটির নীতিনির্ধারণী নেতারা বলেছেন, জন কেরির বাংলাদেশ সফরে শুধু সরকার নয়, দল হিসেবে আওয়ামী লীগও লাভবান হয়েছে। বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, স্বাধীন বাংলাদেশের বিরোধিতা করেছিল যুক্তরাষ্ট্র। বঙ্গবন্ধুকে হত্যার পেছনেও যুক্তরাষ্ট্রের ষড়যন্ত্র ছিল এমন অভিযোগও আছে। কিন্তু স্বাধীনতার ৪৬ বছর পরে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বঙ্গবন্ধু জাদুঘর পরিদর্শন করে শোকবইয়ে সই করেছেন। লিখেছেন এই হত্যা ছিল কাপুরুষোচিত। বঙ্গবন্ধুর খুনি আমেরিকায় পলাতক রাশেদ চৌধুরীকে ফেরত দেওয়ার ব্যাপারে কেরি এক ধরনের ইঙ্গিত দিয়েছেন। পাশাপাশি স্বজন হারানোর ব্যথায় শেখ হাসিনার সঙ্গে জন কেরি নিজেও যে ব্যথিত, তা প্রকাশ করেছেন। জঙ্গি-সন্ত্রাসবাদ মোকাবিলায় সরকারের পাশে থাকার ঘোষণা ও গোয়েন্দা সংস্থার যোগাযোগ বৃদ্ধি এবং সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন। যে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার বলেছিলেন, ‘বাংলাদেশ হচ্ছে তলাবিহীন ঝুড়ি’— সেই দেশের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী জন কেরি শেখ হাসিনার নেতৃত্বে সমৃদ্ধির পথে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এমন প্রশংসা করেছেন। সব মিলে মার্কিন প্রশাসনের দ্বিতীয় ক্ষমতাধর এই রাজনীতিকের বাংলাদেশ সফরে স্বস্তিতে ক্ষমতাসীন দল। সূত্রমতে, বিএনপি-জামায়াত জোটের বর্জনের মুখে ৫ জানুয়ারি দশম জাতীয় নির্বাচনের বিরোধিতা করে যুক্তরাষ্ট্র নানা বক্তব্য দিয়েছিল। কিন্তু কেরির সফরকালে এ বিষয়টি নিয়ে কোনো আলোচনাই হয়নি, উল্টো কেরি টুইট বার্তায় সরকারের উন্নয়নের প্রশংসা করেছেন। কেরির এ বার্তা বাংলাদেশ সম্পর্কে যুক্তরাষ্ট্রের আগের অবস্থান থেকে সরে আসার একটি ইঙ্গিত বহন করছে বলে মনে করছেন ক্ষমতাসীন দলটির নেতারা। দলটির নেতারা মনে করছেন, যারা মনে করেছিলেন ৫ জানুয়ারির নির্বাচনের ফলে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক শীতল তাদের জন্য একটি বার্তা দিয়েছেন জন কেরি। সমালোচনাকারীরা হয়তো এখন বুঝতে পারবেন বাংলাদেশের সঙ্গে তাদের সম্পর্ক কতটা গভীর। কেরি তার প্রকাশ্য ভাষণে বলেছেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের শুধু উন্নয়ন অংশীদার (পার্টনার) নয়, বন্ধু হতে চায়। ঘোষণা দিয়েছেন সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধে বাংলাদেশের পাশে থাকার। জিএসপি নিয়ে কথা না বললেও একমত হয়েছেন অর্থনৈতিক বাজার সম্প্রসারণের। এ প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, বাংলাদেশকে এখন আর কেউ উপেক্ষার চোখে দেখে না। সবাই মর্যাদার দৃষ্টিতে দেখে। যে সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার বাংলাদেশকে ‘তলাবিহীন ঝুড়ি’ বলেছিলেন, তা মিথ্যা প্রমাণ করে বাঙালি জাতি সোনার বাংলা গড়ে তুলেছে। স্বাধীনতার মাত্র ৪৬ বছরে বাংলাদেশ ৬ শতাংশের প্রবৃদ্ধির বৃত্ত ভেঙে ৭ শতাংশে উন্নীত করেছে। মাথাপিছু আয় বেড়েছে। মাতৃস্বাস্থ্যের উন্নয়ন ও শিশুমৃত্যুর হার কমিয়ে জাতিসংঘের স্বীকৃতি অর্জন করেছে। নারীর ক্ষমতায়নে বিশ্বের কাছে রোল মডেলে পরিণত হয়েছে। এটা সম্ভব হয়েছে বঙ্গবন্ধুকন্যার হাতে দেশ পরিচালনার দায়িত্ব আছে বলেই। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি সফরে এসে এসবেরই প্রশংসা করেছেন। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহ বলেন, এই প্রথম যুক্তরাষ্ট্রের সরকারের কোনো ব্যক্তি বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন। এটিও আওয়ামী লীগের জন্য সুসংবাদ। তিনি বলেন, জাতির জনকের খুনি রাশেদ চৌধুরীকে দেশে ফেরত দেওয়ার ব্যাপারেও ইতিবাচক মনোভাব দেখিয়েছেন কেরি। আমি মনে করি এই সফরের মধ্য দিয়ে একটি প্রাপ্তি এসেছে। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, আমরা অত্যন্ত আনন্দিত যে জাতির জনকের প্রতি শ্রদ্ধা নিবেদন করে জন কেরি তার কর্মব্যস্ত দিন শুরু করেছেন এবং তিনি বলেছেন, বঙ্গবন্ধুর এই বাংলাদেশে তার কন্যা শেখ হাসিনা সফলভাবে বঙ্গবন্ধুর আদর্শের দিকে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। সন্ত্রাস দমনে বাংলাদেশের সঙ্গে থাকতে চাই। এটাই আমাদের সফলতা। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেন, বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরীকে ফেরত দেওয়ার ইঙ্গিত, সন্ত্রাসবাদ মোকাবিলায় পাশে থাকার ঘোষণা, জাতির জনকের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন-অগ্রগতির প্রশংসা করা— এটাই সরকার ও দল হিসেবে আওয়ামী লীগের সফলতা।

সর্বশেষ খবর