Bangladesh Pratidin

প্রকাশ : বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ৩১ আগস্ট, ২০১৬ ২৩:২৩
জামিন পেলেন শফিক রেহমান
নিজস্ব প্রতিবেদক
জামিন পেলেন শফিক রেহমান

প্রধানমন্ত্রীর পুত্র এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যাচেষ্টা মামলায় জামিন পেয়েছেন সাংবাদিক শফিক রেহমান। গতকাল প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগের পাঁচ বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন। পাসপোর্ট জমা দেওয়ার শর্তে তিন মাস অথবা এ মামলায় পুলিশ প্রতিবেদন হওয়া পর্যন্ত জামিন দেওয়া হয়েছে। এর ফলে অন্য কোনো মামলা না থাকায় শফিক রেহমানের কারামুক্তিতে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবীরা। আদালতে শফিক রেহমানের পক্ষে আইনজীবী এ জে মোহাম্মদ আলী ও রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। গত ১৬ এপ্রিল রাজধানীর ইস্কাটনের বাসা  থেকে শফিক রেহমানকে গ্রেফতার করে পুলিশ। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে এবং তার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে যুক্তরাষ্ট্রে অপহরণ করে হত্যাচেষ্টা পরিকল্পনার অভিযোগে দায়ের মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। এ বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য শফিক রেহমানকে দুদফায় ১০ দিনের রিমান্ডে নেয় ডিবি। এর আগে ঢাকা মহানগর দায়রা জজ আদালত এই মামলায় শফিক রেহমানের জামিনের আবেদন নামঞ্জুর করেন। নিম্ন আদালতের এই আদেশের বিরুদ্ধে ২৫ মে হাইকোর্টে তিনি জামিনের আবেদন করেন। ৭ জুন হাইকোর্ট আবেদন খারিজ করলে লিভ টু আপিল (আপিলের অনুমতি) করে জামিন চান শফিক রেহমান।

এই পাতার আরো খবর
up-arrow