শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

এএমএলসির উদ্ধার করা অর্থ রিজার্ভ চুরির অংশ

মামলার প্রতিবেদন

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলার প্রতিবেদন প্রকাশ করেছে ফিলিপাইনের বিচার বিভাগ। দেশটির অ্যান্টি মানি লন্ডারিং কাউন্সিল (এএমএলসি) করা মামলার বিষয়ে গতকাল এ প্রতিবেদন প্রকাশ করে। এএমএলসির উদ্ধার করা ১৫ মিলিয়ন ডলার চুরি করা অর্থের অংশ এ বিষয়ে আদালত প্রমাণ পেয়েছে এমন প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। বিচার বিভাগের তদন্তের বিষয়টি নিশ্চিত হওয়ার পর তা প্রকাশ করা হয়। প্রতিবেদন প্রকাশ করায় বাংলাদেশকে অর্থ ফেরতে দ্রুত পদক্ষেপ নিতে পারবে দেশটির সরকার। ফিলিপাইনের গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানা যায়, বাংলাদেশ ব্যাংকের ৮১ মিলিয়ন ডলার চুরির ঘটনায় উদ্ধার হওয়া ১৫ মিলিয়ন ডলার ফেরত দিতে   আদালতের অনুমতি নিতে হয়। এ জন্য আদালতে প্রমাণ করতে হবে ওগুলো চুরি করা অর্থের অংশ। আদালতে দেশটির কেন্দ্রীয় ব্যাংক সব ধরনের তথ্য দেওয়ার পর বিষয়টি যাচাই করে তার প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। এখন আদালত অনুমতি দিলে যে কোনো সময় বাংলাদেশ ওই অর্থ ফেরত পাবে।

সর্বশেষ খবর