শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

টুইটারে এলেন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক

টুইটারে অ্যাকাউন্ট খোলার মধ্যদিয়ে সামাজিক যোগাযোগ মাধমে এলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। গতকাল দলের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তার এই অ্যাকাউন্টটি (BegumZiaBd) খোলা হয়। প্রথম টুইটে খালেদা জিয়া দেশবাসীর উদ্দেশে বাংলা ও ইংরেজিতে লেখেন— ‘প্রতিষ্ঠাবার্ষিকীর আহ্বান— আসুন আমরা স্বৈরশাসনকে পরাজিত করি, ঐক্যবদ্ধ হই, মুক্ত গণতান্ত্রিক সমাজ গড়ি’। বিশ্বের নানা দেশের রাষ্ট্রনেতাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় তত্পরতা থাকলেও বাংলাদেশে সেই প্রবণতা নেই। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াই প্রথম টুইটে এলেন। রমনার ইঞ্জিনিয়ারস ইনস্টিটিউশন মিলনায়তনে প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনার শুরুতেই জাতীয়তাবাদী দল—বিএনপির নামে একটি আলাদা ওয়েবসাইট (www.bnpbangladesh.com), ফেসবুক (bnp.communication), টুইটার (bnpbangladesh) ও ব্লগও (www.bangladeshivoices.blogspot.com) উদ্বোধন করেন খালেদা জিয়া। বিএনপির নতুন ওয়েবসাইটে দলের সংবাদসহ সাংগঠনিক সব কার্যক্রমের খবর বিভিন্ন আলোকচিত্র সন্নিবেশিত।

সর্বশেষ খবর