সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

নিউইয়র্কে বাংলাদেশি নারীর ‘খুনি’ গ্রেফতার

প্রতিদিন ডেস্ক

নিউইয়র্কে বাংলাদেশি নারীর ‘খুনি’ গ্রেফতার

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাংলাদেশি নাজমা খানম ঝরনা হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে সে দেশের পুলিশ। গ্রেফতার হওয়া ইয়নাথন গালভেজ মারিন (২২) ছিনতাইয়ে ব্যর্থ হয়ে এই হত্যাকাণ্ড ঘটায় বলে পুলিশের জিজ্ঞাসাবাদে জানিয়েছে। বিডিনিউজ

গত ৩১ অগাস্ট রাতে বাঙালি অধ্যুষিত কুইন্সের জ্যামাইকা এলাকায় নিজের বাসার কাছে হামলার শিকার হন নাজমা (৬০)। তার বোনের এক ছেলে হুমায়ুন কবির নিউইয়র্কে পুলিশ বিভাগে কাজ করেন। ধর্ম কিংবা জাতিগত বিদ্বেষ থেকে এই হত?্যাকাণ্ড ঘটে বলে নাজমার স্বজনরা ধারণা করে আসছিলেন। হত্যাকাণ্ডের পর খুনি ধরতে অভিযানে নামে পুলিশ। এরপর গত শনিবার গালভেজ মারিনকে গ্রেফতারের কথা জানানো হয়। এই যুবক নাজমার এলাকাতেই থাকে। পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘নাজমা তার টাকার ব?্যাগ দিতে না চাওয়ায় তাকে ছুরিকাঘাতের কথা স্বীকার করেছে গালভেজ মারিন। যে স্থানে হামলা হয়েছে, সেই সড়কেই এই যুবকের বাসা। সেখান থেকে দুই ব্লক পরই নাজমার বাসা।’ গালভেজ মারিনের বিরুদ্ধে হত্যার পাশাপাশি ছিনতাই ও অস্ত্র রাখার অভিযোগ আনা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।

সর্বশেষ খবর