মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

দুই মন্ত্রীর বৈধতা চ্যালেঞ্জ

নিজস্ব প্রতিবেদক

শপথ ভঙ্গের পরও খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের পদে থাকার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়েছে। গতকাল হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট করেন আইনজীবী ইউনুস আলী আকন্দ। শপথ ভঙ্গের পরও তারা কোন কর্তৃত্ব বলে পদে রয়েছেন তা জানাতে রুল চাওয়া হয়েছে। এর আগে ৩ সেপ্টেম্বর এই দুই মন্ত্রীকে লিগ্যাল নোটিস পাঠিয়েছিলেন আইনজীবী ইউনুস। যুদ্ধাপরাধী মীর কাসেম আলীর মামলার বিচার চলাকালে এই মামলা ও প্রধান বিচারপতির বিরুদ্ধে বিরূপ মন্তব্যের জন্য মন্ত্রী কামরুল ও মোজাম্মেলকে জরিমানা করে আপিল বিভাগ। আপিল বিভাগের সেই রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি সম্প্রতি প্রকাশিত হয়। তাতে বলা হয়েছে, এই দুই মন্ত্রী সংবিধান রক্ষার শপথ ভঙ্গ করেছেন। রিটে বলা হয়, আপিল বিভাগের ওই রায়ের পর মন্ত্রী ও সংসদ সদস্য পদ আঁকড়ে থাকার কোনো অধিকার কামরুল ইসলাম ও মোজাম্মেল হকের নেই। সংবিধান সুরক্ষায় শপথ ভঙ্গের মাধ্যমে তারা মন্ত্রী ও সংসদ সদস্য হিসেবে নেওয়া শপথ ভেঙেছেন।

সর্বশেষ খবর