মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

‘আত্মঘাতী’ স্কোয়াডের চার নারী আটক

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের কাজিপুর থেকে গতকাল জেএমবির আত্মঘাতী স্কোয়াডের মা ও দুই মেয়েসহ ৪ নারী সদস্যকে আটক করেছে ডিবি পুলিশ। তাদের কাছ থেকে একটি কম্পিউটার ও জিহাদি বই উদ্ধার করা হয়েছে।

ডিবি জানিয়েছে, গতকাল ভোররাতে কাজিপুর উপজেলার গান্ধাইল ইউপির পশ্চিম বরইতলা এলাকার ফরিদুলের বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এরা হলেন কাজিপুর উপজেলার গান্ধাইল ইউপির বরইতলা গ্রামের আবু সাঈদের স্ত্রী ফুলেরা খাতুন (৪৫), তার মেয়ে সালমা খাতুন (১৬), সাকিলা খাতুন (১৮) ও একই গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী রাজিয়া খাতুন (৩৫)। পুলিশ জানিয়েছে, এরা জেএমবির আত্মঘাতী স্কোয়াডের সদস্য। আর ফরিদুল জেএমবির উচ্চ পর্যায়ের নেতা। ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়াহেদুজ্জামান জানান, জেএমবি নেতা ফরিদুলের বাড়িতে কতিপয় জঙ্গি বৈঠক করছে খবর পেয়ে অভিযান চালানো হয়। এ সময় জিহাদি বই ও কম্পিউটারসহ চার নারীকে আটক করা হয়। তিনি আরও জানান, আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে যে, তারা জেএমবির সক্রিয় সদস্য। তাদের কর্মপন্থা ঠিক করার জন্য বৈঠক চলছিল। তাদের মূল কাজ ছিল, মহিলা জেএমবি সদস্য সংগ্রহের কার্যক্রম চলমান রাখা, জিহাদের উদ্দেশ্যে হিজরতে যাওয়ার জন্য সবাইকে প্রস্তুত করা। সংগঠনের হাইকমান্ডের নির্দেশ পাওয়া মাত্রই ‘ফিদায়ি হামলা’ অর্থাৎ আত্মঘাতী হামলার জন্যও তারা প্রস্তুত ছিল। তাদের লক্ষ্য, ‘কাফির, মুসরিক, মুরতাদ ও ইসলামের শত্রুদের’ হত্যা করে জান্নাতবাসী হওয়া।

সর্বশেষ খবর