মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

গানম্যান হত্যা করে ১৬ লাখ টাকা ছিনতাই

টঙ্গী প্রতিনিধি

টঙ্গীর গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায় বিকাশের গানম্যানকে গুলি করে ১৬ লাখ টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে গেছে অস্ত্রধারীরা। গতকাল বিকাল সোয়া ৩টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত গানম্যান শেখ আবদুল হামিদ (৫০) অবসরপ্রাপ্ত সেনাসদস্য। তিনি বাগেরহাটের রামপাল থানার বড়কাঠলা এলাকার মৃত মমিন উদ্দিনের ছেলে। বিকাশের কালেক্টর এমদাদুল ইসলাম জানান, তিনি গানম্যান হামিদকে নিয়ে গাজীপুরের বড়বাড়ী এলাকা থেকে টাকা সংগ্রহ করে টঙ্গী আসেন। পরে গাজীপুরা এলাকার বিক্রয় প্রতিনিধি সুব্রত বিশ্বাসকে নিয়ে গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকার নাজমুল, বন্ধু, ভাই ভাই টেলিকম এবং নূহা হার্ডওয়্যার থেকে টাকা সংগ্রহ করেন। পরে মা মিডিয়া সেন্টারে এসে ওই সেন্টারের টাকাও সংগ্রহ করছিলেন। এ সময় কয়েকজন অস্ত্রধারী মা মিডিয়া সেন্টারে ঢুকে পড়ে। এদের মধ্যে দুজন তাকে (এমদাদুলকে) অস্ত্র ঠেকিয়ে টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় গানম্যান অস্ত্রধারীদের প্রতিহত করতে ফাঁকা গুলি ছোড়েন। অস্ত্রধারীরা তখন গানম্যানের ওপর কয়েক রাউন্ড গুলি চালায়। ফলে ঘটনাস্থলেই গানম্যান লুটিয়ে পড়েন। এ অবস্থায় অস্ত্রধারীরা টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে চলে যায়। টঙ্গী থানার ওসি ফিরোজ তালুকদার জানান, গানম্যান হামিদসহ বিকাশের ওই দুই কালেক্টর টঙ্গীর সেনাকল্যাণ কমপ্লেক্সের ‘জয়নাল আবেদীন অ্যান্ড সন্সের’ নিয়োগপ্রাপ্ত কর্মচারী। হামিদের বুকে একাধিক গুলি লেগেছে। দ্রুত টঙ্গী সরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। টাকা উদ্ধারসহ অস্ত্রধারীদের গ্রেফতারে পুলিশের বিশেষ টিম তত্পরতা চালিয়ে যাচ্ছে।

সর্বশেষ খবর