শিরোনাম
মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ

আজ ভুটানের বিপক্ষে এশিয়ান কাপ ফুটবলের প্লে-অফ খেলতে নামবে বাংলাদেশ। প্রতিপক্ষ সার্কভুক্ত দেশ ভুটান। দলটির বিপক্ষে ফল কী হবে, এ নিয়ে চিন্তিত ফুটবলপ্রেমীরা। জাতীয় দল নিয়ে কপালে চিন্তার ভাঁজ পড়লেও ফুটবলপ্রেমীরা     এখন উচ্ছ্বসিত বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ মহিলা দল নিয়ে। দলটি বাংলাদেশের লাল-সবুজ পতাকাকে বিশ্ব দরবারে তুলে ধরেছে অসামান্য পারফরম্যান্স করে। এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে ‘সি’ গ্রুপে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। কৃষ্ণা রানী সরকার, মার্জিয়া, তহুরা, শামসুন্নাহাররা টানা পাঁচ ম্যাচ জিতে বাংলাদেশের ফুটবল ইতিহাসকে সমৃদ্ধ করেছেন। গতকাল আসরে নিজেদের শেষ ম্যাচে ৪-০ গোলে হারিয়েছে সংযুক্ত আরব আমিরাতকে। সব মিলিয়ে আসরে ৫ ম্যাচে কৃষ্ণারা গোল করেছেন ২৬টি। চ্যাম্পিয়ন হয়ে আগামী সেপ্টেম্বরে চীনে চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্বে খেলবে বাংলাদেশ। আসর শুরুর আগেও ফেবারিট ছিল না বাংলাদেশ। কিন্তু প্রথম ম্যাচেই ফেবারিট ইরানকে ৩-০ গোলে হারিয়েই স্বপ্ন দেখতে শুরু করে। ইরানকে হারানোর পর আর পেছনে ফিরে তাকায়নি গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা। দ্বিতীয় ম্যাচে ৫-০ গোলে হারায় সিঙ্গাপুরকে। তৃতীয় ম্যাচে কিরগিজস্তানকে নিয়ে রীতিমত গোল উৎসবে মাতেন কৃষ্ণারা। ১০-০ গোলে উড়িয়ে দিয়ে চ্যাম্পিয়ন হওয়ার পথে একধাপ এগিয়ে যায় বাংলাদেশ। এরপর চতুর্থ ম্যাচে মুখোমুখি হয় টুর্নামেন্টের আরেক অপরাজিত দল চাইনিজ তাইপের। দুই দল মুখোমুখি হওয়ার আগে সমীকরণ ছিল, যে দল জিতবে তারাই যাবে চূড়ান্ত পর্বে। এমন সমীকরণের ম্যাচে শুরুতেই গোল খায় বাংলাদেশ। প্রথমে গোল খেলেও ভেঙে পড়েনি। বরং ৪ গোল করে ছিটকে দেয় তাইপেকে এবং শেষ পর্যন্ত ৪-২ গোলে ম্যাচ জিতে মাঠ ছাড়ে। সে সঙ্গে এক ম্যাচ হাতে রেখেই চ্যাম্পিয়ন হয় আসরে। গতকাল আনুষ্ঠানিকতার ম্যাচে  ৪-০ গোলে হারায় আরব আমিরাতকে।

সর্বশেষ খবর