শিরোনাম
বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

সুন্দরবনের ক্ষতি হবে জেনেই আন্দোলন

নিজস্ব প্রতিবেদক

সুন্দরবনের ক্ষতি হবে জেনেই আন্দোলন

সুন্দরবন বাংলাদেশের সব মানুষের সম্পত্তি উল্লেখ করে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা অ্যাডভোকেট সুলতানা কামাল বলেছেন, ‘রামপাল প্রকল্পের কারণে সুন্দরবনের ক্ষতি হবে, এটা নিশ্চিত জেনে আমরা সুন্দরবন রক্ষার আন্দোলন করছি। সংবিধানে বাংলাদেশের সবার সমান অধিকারের কথা বলা হয়েছে। তাই সুন্দরবন নিয়ে কথা বলার অধিকার আমাদের আছে।’ গতকাল রাজধানীর ধানমন্ডির বিলিয়া মিলনায়তনে সুন্দরবন রক্ষা জাতীয় কমিটি আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সংগঠনটির আহ্বায়ক সুলতানা কামাল এসব কথা বলেন। এতে আরও বক্তব্য দেন অধ্যাপক ড. আনু মুহাম্মদ, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের আরেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী প্রমুখ। সুলতানা কামাল বলেন, রামপাল প্রকল্প নিয়ে ১০টি প্রশ্ন ছুড়ে দিয়ে এক প্রবাসী বাংলাদেশি প্রকৌশলীকে দিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। তিনি যে ১০টি প্রশ্ন করেছেন এবং রামপাল প্রকল্প কর্তৃপক্ষ যে উত্তর দিয়েছে, তা অর্ধসত্য ও ভুল। অপ্রাসঙ্গিক, বিভ্রান্তিকর ও পরিবেশ সমীক্ষা প্রতিবেদনের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ। আনু মুহাম্মদ বলেন, ‘এ সরকার ঢাকার চারপাশে নদীগুলো রক্ষা করতে পারছে না। ছোটখাটো শিল্পপ্রতিষ্ঠানের দূষণ নিয়ন্ত্রণ করতে পারছে না। তারা সুন্দরবন কীভাবে রক্ষা করবে? সুন্দরবন রক্ষার ব্যাপারে আমরা কীভাবে তাদের ওপর আস্থা রাখব?’ শিক্ষাবিদ রাশেদা কে চৌধুরী বলেন, ‘রামপাল প্রকল্পে সুন্দরবনের ক্ষতির বিষয়ে আমরা বিভিন্ন সময়ে তথ্য-উপাত্ত তুলে ধরেছি। আমাদের প্রশ্ন নিয়ে সরকারের কোনো পর্যায়ে আলোচনা দেখা যায় না।’

সর্বশেষ খবর