বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

নাশকতার মামলায় অভিযোগপত্র গ্রহণ

আদালত প্রতিবেদক

নাশকতার মামলায় অভিযোগপত্র গ্রহণ

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে নাশকতার তিনটি মামলার অভিযোগপত্র আমলে নিয়েছে আদালত। গতকাল ঢাকা মহানগর এক নম্বর বিশেষ ট্রাইব্যুনালের বিচারক কামরুল হোসেন মোল্লা এ আদেশ দেন। এ বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী তাপস কুমার পাল জানান, তিন মামলায় ৮৪ আসামির অভিযোগ আমলে নিয়ে পলাতক ৭১ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেফতার করা গেল কিনা সে বিষয়ে তামিল সংক্রান্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৮ অক্টোবর দিন ধার্য করা হয়েছে। এ তিনটি মামলাতেই খালেদা জিয়া জামিনে আছেন। মামলার নথি সূত্রে জানা গেছে, গত বছর জানুয়ারি ও মার্চে মাসে দারুস সালাম থানায় বিশেষ ক্ষমতা আইনে এ তিনটি মামলা করে পুলিশ। পরে তদন্ত শেষে খালেদা জিয়াসহ ৮৪ আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন— বিএনপি নেতা আমানউল্লাহ আমান, হাবিব-উন-নবী খান সোহেল, সুলতান সালাউদ্দিন টুকু, মীর সরাফত আলী সফু, সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া প্রমুখ।

সর্বশেষ খবর