শিরোনাম
বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

জিয়ার স্বাধীনতা পদক জাদুঘর থেকে সরল

নিজস্ব প্রতিবেদক

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে দেওয়া স্বাধীনতা পদক জাতীয় জাদুঘর থেকে সরিয়ে নেওয়া হয়েছে। ২০০৩ সালে তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকার আমলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জিয়াউর রহমানকে মরণোত্তর স্বাধীনতা পুরস্কার দেওয়া হয়। খালেদা জিয়ার সরকারের ওই পদক্ষেপ জিয়াকে উপরে তোলার চেষ্টা হিসেবে দেখে জাতির জনককে অবমাননার তীব্র সমালোচনা করেছিলেন তখন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার সম্প্রতি জিয়াউর রহমানকে দেওয়া রাষ্ট্রের বেসামরিক সর্বোচ্চ সম্মান বাতিলের সিদ্ধান্ত নেয়। জাতীয় পুরস্কার সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ওই সিদ্ধান্তের আলোকে গতকাল জিয়ার পদকটি জাদুঘর থেকে সরিয়ে নেওয়া হয়েছে বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন সংস্কৃতি সচিব আকতারী মমতাজ। তিনি বলেন, যে কমিটি (পদক সংক্রান্ত কমিটি) পুরস্কার দেয়, ওই কমিটিই পুরস্কারটি প্রত্যাহার করেছে। তারা বলেছে, মিউজিয়ামে সেই কর্নারটি থাকবে না। এদিকে মন্ত্রিপরিষদ বিভাগের একটি সূত্র জানায়, বুধবার শাহবাগে জাতীয় জাদুঘর থেকে জিয়াউর রহমানের স্বাধীনতা পদকটি সরিয়ে ফেলা হয়েছে। ২০০৩ সালে দেওয়া এ পদক জাদুঘরের গ্যালারিতে প্রদর্শন করা হয়েছিল। মুক্তিযুদ্ধে জেড ফোর্সের অধিনায়ক বীর উত্তম জিয়াউর রহমানকে দেওয়া এই পদক বাতিলের সিদ্ধান্তে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বিএনপি। এর বিরুদ্ধে আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছে দলটি।

সর্বশেষ খবর