বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

মীর কাসেমের পক্ষে পাকিস্তান পার্লামেন্টে এবার নিন্দা প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক

মীর কাসেমের পক্ষে পাকিস্তান পার্লামেন্টে এবার নিন্দা প্রস্তাব

বাংলাদেশে ১৯৭১ সালে মানবতাবিরোধী অপরাধের দায়ে মীর কাসেম আলীর ফাঁসির তীব্র নিন্দা জানিয়ে গতকাল পাকিস্তানের সংসদে (জাতীয় পরিষদ) সর্বসম্মত প্রস্তাব গ্রহণ করা হয়েছে। রেডিও পাকিস্তানের খবরে বলা হয়, স্পিকার সরদার আয়াজ সাদিকের সভাপতিত্বে জাতীয় পরিষদের অধিবেশনে প্রস্তাবটি উত্থাপন করেন পাকিস্তান জামায়াতে ইসলামী সদস্য  শের আকবর খান। তিনি বলেন, মীর কাসেমকে এই দণ্ড দেওয়াটা ১৯৭৪ সালে স্বাক্ষরিত ত্রিদেশীয় চুক্তির পরিপন্থী। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক না গলানোর বিরুদ্ধে বিভিন্ন সময়ে কঠোর প্রতিবাদ সত্যেও পাকিস্তান ফের এ ধরনের নিন্দা প্রস্তাব গ্রহণ করল। নিন্দা প্রস্তাবে সব আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশে বিরোধী নেতাদের এ ধরনের দণ্ডের বিরুদ্ধে পাকিস্তানকে সরব হওয়ার দাবি জানানো হয়। মীর কাসেম ইস্যুতে পাকিস্তানের নাক গলানো নিয়ে ৪ সেপ্টেম্বর ঢাকায় নিযুক্ত সে দেশের হাই কমিশনারকে ডেকে কড়া প্রতিবাদ জানিয়েছিল বাংলাদেশ।

সর্বশেষ খবর