শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

নৌকা না থাকলে মেম্বারও হতে পারতেন না

শেরপুর প্রতিনিধি

নৌকা না থাকলে মেম্বারও হতে পারতেন না

কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী নৌকার টিকিটে নির্বাচিত চেয়ারম্যানদের উদ্দেশ করে বলেছেন, নৌকা ছিল বলে চেয়ারম্যান হয়েছেন, তা না হলে হয়তো মেম্বারিও কপালে জুটত না। শেখ হাসিনার দেওয়া নৌকা নিয়ে চেয়ারম্যান হয়েছেন সুতরাং জনগণের পক্ষে ভালো কাজ করুন। ভালো কাজ করলে দল আপনাদের সঙ্গে থাকবে। খারাপ কাজের দায় নেবে না আওয়ামী লীগ। সকালে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার রূপনারায়ণকুড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে উপজেলার পৌরসভাসহ ১৩টি ইউনিয়নে ১৮ হাজার ৩৩৮ জন দুস্থের মাঝে ১০ কেজি করে ঈদুল আজহার বিশেষ ভিজিএফের চাল বিতরণকালে তিনি এসব কথা বলেন।

মতিয়া চৌধুরী বহিষ্কৃতদের উদ্দেশ করে বলেন, যারা দল থেকে বহিষ্কৃত হয়েছেন তারা দলের কাছে আবেদন করে আবারও সদস্য হতে পারবেন। রাজনীতি করলে নিয়ম মেনেই করতে হবে। ঈদের দিন যাতে কাউকে হাত না পাততে হয়, এ চিন্তা থেকে ঈদের এই বিশেষ ভিজিএফ চালু হয়েছে। ১০ টাকায় চাল বিক্রি কর্মসূচির উদ্বোধন হয়েছে। তিনি বলেন, ‘আমরা শ্রীলঙ্কায় চাল রপ্তানি করেছি। নেপালে ভূমিকম্পে চাল দিয়ে সহযোগিতা করেছি। আর খালেদা জিয়া ৯২ দিন মানুষ পুড়িয়ে হত্যা করার পর, আমেরিকা গিয়েছিলেন নালিশ করতে।’

সর্বশেষ খবর