শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

বঙ্গবন্ধু স্যাটেলাইট আগামী বছর

নিজস্ব প্রতিবেদক

বঙ্গবন্ধু স্যাটেলাইট আগামী বছর

মহাকাশে বাংলাদেশের নিজস্ব কৃত্রিম উপগ্রহ বঙ্গবন্ধু স্যাটেলাইট নির্মাণে সিস্টেম ক্রয় ও গ্রাউন্ড  নির্মাণে হংকং সাংহাই ব্যাংকিং করপোরেশনের (এইচএসবিসি) সঙ্গে চুক্তি স্বাক্ষর হয়েছে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন এ চুক্তি স্বাক্ষর করেছে। চুক্তি অনুসারে এইচএসবিসি বিটিআরসিকে ১ হাজার ৪০০ কোটি টাকার ঋণ সহায়তা দেবে। গতকাল বিটিআরসি কার্যালয়ে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিমের উপস্থিতিতে এ চুক্তি স্বাক্ষর হয়। এতে বিটিআরসির পক্ষে চেয়ারম্যান ড. শাহ্জাহান মাহমুদ ও এইচএসবিসির পক্ষে ব্যাংকের বাংলাদেশের ডেপুটি সিইও মাহবুব-উর রহমান চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে জানানো হয়, ২০১৭ সালের ১৬ ডিসেম্বর বিজয় দিবসে বঙ্গবন্ধু স্যাটেলাইট উেক্ষপণ করা সম্ভব হবে। বঙ্গবন্ধু স্যাটেলাইন নির্মাণ আমাদের একটি গৌরবের প্রকল্প। নির্ধারিত সময়ে প্রকল্পটি সম্পন্ন করতে আমাদের যা যা করার দরকার তা করে যাচ্ছি। বিটিআরসির চেয়ারম্যান ড. শাহ্জাহান মাহমুদ বলেন, বিভিন্ন প্রকল্পের জন্য ইতিমধ্যে যে ঋণ নেওয়া হয়েছে এগুলোর মধ্যে এইচএসবিসির সুদের হার সবচেয়ে কম, যা ১.৫১ শতাংশ বলে জানিয়েছেন তিনি। এইচএসবিসির এক হাজার ৪০০ কোটি টাকা বা ১৬৭.৫ মিলিয়ন ইউরো ঋণ ১২ বছরে ২০টি কিস্তিতে পরিশোধ করা হবে বলেও জানিয়েছেন তিনি।

সর্বশেষ খবর