শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

ট্রাম্পের কড়া সমালোচনায় হিলারি

ট্রাম্পের কড়া সমালোচনায় হিলারি

নিরাপত্তা ইস্যুভিত্তিক গোপনীয় তথ্য ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রশংসা করায় প্রতিদ্বন্দ্বী ডোনাল্ট ট্রাম্পকে এক চোট নিলেন হিলারি ক্লিনটন। নিউইয়র্কে নিরাপত্তাবিষয়ক এক ফোরামে ট্রাম্প গোপনীয় গোয়েন্দা তথ্য নিয়ে কথা বলেন। এ ছাড়া প্রেসিডেন্ট বারাক ওবামার চেয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে অনেক ভালো নেতা বলে মন্তব্য করেন। এ সময় তিনি বারাক ওবামার নীতির অধীনে মার্কিন জেনারেলদের ‘আবর্জনার ভাগাড়’ বলে আখ্যায়িত করেন। ট্রাম্প ওই সব মন্তব্য করায় তার সমালোচনা করলেন হিলারি। গত পরশু একটি অনুষ্ঠানে হিলারি বলেন, ট্রাম্প ব্রিফিং নিয়ে যে কথা বলেছেন তা পুরোপুরি সামঞ্জস্যহীন ও নীতিবহির্ভূত। হিলারি আরও বলেন,  গোয়েন্দাবিষয়ক যে তথ্য আমাকে জানানো হয় আমি তা নিয়ে কখনো কোনো মন্তব্য করব না। উল্লেখ্য, আগামী ৮ নভেম্বর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন। সেই নির্বাচনে তীব্র প্রতিদ্বন্দ্বিতা গড়ে উঠেছে এই দুই প্রার্থীর মধ্যে। জরিপে এখনো এগিয়ে আছেন হিলারি। রিয়েল ক্লিয়ার পলিটিক্সের জরিপের গড় অনুযায়ী হিলারি ক্লিনটনকে এখনো সমর্থন করছেন শতকরা ৪৫.৬ ভাগ মার্কিনি। অন্যদিকে ট্রাম্পকে সমর্থন করছেন শতকরা ৪২.৮ ভাগ মার্কিনি। এএফপি

সর্বশেষ খবর