রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

যুদ্ধাপরাধের বিচার প্রক্রিয়ায় ভারতের সমর্থন

কলকাতা প্রতিনিধি

বাংলাদেশে ১৯৭১-এর স্বাধীনতাবিরোধী অপরাধে জড়িত ব্যক্তিদের বিচার প্রক্রিয়ার প্রতি সমর্থন জানিয়েছে ভারত। পাশাপাশি এ ঘটনাকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় বলে উল্লেখ করেছে প্রতিবেশী ভারত। শুক্রবার রাতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ সমর্থনের বিষয়টি পরিষ্কার জানিয়ে দেয়।

বিবৃতিতে বলা হয়, ‘১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতাবিরোধীদের বিচারের জন্য সে দেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)-এর অধীনে যে বিচার প্রক্রিয়া চলছে তার প্রতি ভারতের পূর্ণ সমর্থন রয়েছে।’

প্রসঙ্গত, বাংলাদেশর স্বাধীনতার বিরোধিতাকারী জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মীর কাসেম আলীকে মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধ সংঘটনের দায়ে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ৩ সেপ্টেম্বর ফাঁসির রশিতে ঝুলিয়ে কাসেম আলীর ফাঁসি কার্যকরের পরই পাকিস্তান ও তুরস্কের তরফে এ ঘটনার বিরোধিতা করা হয়। এ ঘটনায় এ দুই রাষ্ট্রের সঙ্গে সম্পর্কের টানাপড়েনও শুরু হয় বাংলাদেশের। ঠিক তখনই ভারতের তরফে এ বিচার প্রক্রিয়ার প্রতি সমর্থন ব্যক্ত করা হলো।

সর্বশেষ খবর