Bangladesh Pratidin

প্রকাশ : রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ১০ সেপ্টেম্বর, ২০১৬ ২৩:৪৪
সৈয়দ হকের চিকিৎসার দায়িত্বে প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
সৈয়দ হকের চিকিৎসার দায়িত্বে প্রধানমন্ত্রী

সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল বিকালে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ক্যান্সার আক্রান্ত কবিকে দেখতে যান তিনি। এ সময় প্রধানমন্ত্রী বেশ কিছু সময় সৈয়দ শামসুল হকের সঙ্গে কাটান। ওই হাসপাতালে কবির কেমোথেরাপি চলছে। ফুসফুসের জটিলতায় আক্রান্ত হয়ে উন্নত চিকিৎসার জন্য এপ্রিলে যুক্তরাজ্য যান সৈয়দ শামসুল হক। সেখানে তার ক্যান্সার ধরা পড়ে। জীবনের বাকি দিনগুলো দেশে কাটানোর জন্যই ১ আগস্ট ফিরেছেন তিনি। দেশে ফিরে এ হাসপাতালেই ভর্তি হন সৈয়দ শামসুল হক। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের জানান, শেখ হাসিনা বিকাল সোয়া ৪টায় ইউনাইটেড হাসপাতালে যান। প্রায় ৪০ মিনিট সেখানে ছিলেন তিনি। প্রধানমন্ত্রী সৈয়দ শামসুল হকের চিকিৎসার খোঁজখবর নেন এবং দীর্ঘ সময় তার সঙ্গে কথা বলেন। এ সময় সব্যসাচী এই লেখক আবেগাপ্লুত হয়ে পড়েন। সৈয়দ হকের চিকিৎসার সব দায়িত্ব বহন করবেন প্রধানমন্ত্রী। কবির স্ত্রী আনোয়ারা সৈয়দ হক, পুত্র দ্বিতীয় সৈয়দ হকসহ পরিবারের সদস্যরা এ সময় হাসপাতালে ছিলেন। প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন তার প্রেস সচিব ইহসানুল করিম, বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক।

এই পাতার আরো খবর
up-arrow