Bangladesh Pratidin

প্রকাশ : সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ১১ সেপ্টেম্বর, ২০১৬ ২২:৪৯
আসছেন বিশ্বব্যাংক প্রেসিডেন্ট
নিজস্ব প্রতিবেদক
আসছেন বিশ্বব্যাংক প্রেসিডেন্ট

তিন দিনের সফরে আসছেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম। ১৬ থেকে ১৮ অক্টোবর তিনি ঢাকা সফর করবেন। ১৭ অক্টোবর ‘বিশ্ব দারিদ্র্য বিমোচন দিবস’ উদ্যাপন করা হবে। ঢাকায় অনুষ্ঠেয় দারিদ্র্য বিমোচন নিয়ে একটি ‘পাবলিক লেকচার’-এ প্রধান অতিথির বক্তৃতা করবেন বিশ্বব্যাংক-প্রধান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন, অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী কেভিন রুডসহ বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষ অর্থনীতিবিদরা ওই অনুষ্ঠানে বক্তৃতা করবেন। এর আগে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে ৮ থেকে ১০ অক্টোবর বিশ্বব্যাংক-আইএমএফের বার্ষিক সম্মেলন শেষ করে ঢাকার উদ্দেশে রওনা হবেন বিশ্বব্যাংক প্রেসডিন্ট। জানা গেছে, ঢাকায় অবস্থানকালে কিম প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে একান্ত বৈঠক করবেন। বিশ্বব্যাংকের অর্থায়নে বাংলাদেশের কয়েকটি উন্নয়ন প্রকল্পও তিনি ঘুরে দেখবেন।

এই পাতার আরো খবর
up-arrow