শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

জুমার নামাজে হামলায় পাকিস্তানে নিহত ২৫

প্রতিদিন ডেস্ক

পাকিস্তানের পেশোয়ারে একটি মসজিদে জুমার নামাজের সময় আত্মঘাতী বোমা হামলায় ২৫ জন নিহত ও ৩০ জন গুরুতর আহত হয়েছেন। আফগান সীমান্তবর্তী আধা-স্বায়ত্তশাসিত উপজাতীয় অঞ্চল মোহমান্দের পায়ি খান গ্রামের মসজিদে এ হামলা চালানো হয়। সূত্র : রয়টার্স।

পাকিস্তানের সংবাদমাধ্যম ডন অনলাইনের খবর অনুযায়ী, হামলার পর গুরুতর আহতদের বাজাউর, চারসাদ্দা ও পেশোয়ারের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। নিরাপত্তা বাহিনীর সূত্র জানিয়েছে, শরীরে বোমা বাঁধা এক আত্মঘাতী হামলাকারী মসজিদের বারান্দায় নিজেকে উড়িয়ে দেন। হামলাকারী ‘আল্লাহু আকবার’ ধ্বনি দিয়েই বিস্ফোরণ ঘটান।

এদিকে এ হামলার পর তত্ক্ষণাৎ কোনো গোষ্ঠী দায় স্বীকার করেনি। তবে সাম্প্রতিক সময়ে পাকিস্তান তালেবান দেশটির আদালত, স্কুল ও মসজিদে এ ধরনের হামলা চালিয়ে আসছে বলে নিরাপত্তা সূত্র জানায়। মোহমান্দ এজেন্সির উপ-প্রশাসক নাভিদ আকবর বলেন, বিস্ফোরণে মসজিদের একটি অংশ ও বারান্দা ধসে মুসল্লিদের ওপর পড়ে।

সর্বশেষ খবর